দমদমে বহুতলের ছাদ থেকে ঝাঁপ প্রৌঢ়ার, ঘটনাস্থলে মৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Jul 2020 11:48 AM (IST)
স্থানীয় কাউন্সিলর বলেছেন, করোনা আবহে বয়স্কদের প্রাতঃর্ভ্রমণ বন্ধ হয়ে যাওয়ায় অনেকে ডিপ্রেশনে ভুগছেন। সেই কারণেই আত্মহত্যা কিনা, খতিয়ে দেখছে দমদম থানার পুলিশ।
কলকাতা: দমদমে বহুতলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে এক প্রৌঢ়া আত্মহত্যা করলেন। মৃতের নাম আল্পনা দাস। আজ সকালে ওই বহুতলের সামনে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। দমদমের দেবীনিবাস রোডে এই ঘটনা ঘটেছে। পরিবার সূত্রে খবর, কয়েকদিন আগে মেয়ের বাড়িতে আসেন ৬২ বছরের আল্পনা দাস। আজ সকালে সকলের অলক্ষ্যে তিনি ছাদে উঠে যান। কিছুক্ষণ পরেই বহুতলের সামনে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরিবারের দাবি, ডিপ্রেশনে ভুগছিলেন ওই প্রৌঢ়া। স্থানীয় কাউন্সিলর বলেছেন, করোনা আবহে বয়স্কদের প্রাতঃর্ভ্রমণ বন্ধ হয়ে যাওয়ায় অনেকে ডিপ্রেশনে ভুগছেন। সেই কারণেই আত্মহত্যা কিনা, খতিয়ে দেখছে দমদম থানার পুলিশ।