কাকভোরে দুর্ঘটনা, বাইপাসে সিগন্যাল ভেঙে ছুটে আসা বেপরোয়া গাড়ি পিষে দিল মহিলাকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Nov 2020 07:41 AM (IST)
চালক ও সওয়ারিকে আটকে মারধর করেছেন স্থানীয় মানুষ, পুলিশকে ঘিরেও বিক্ষোভ চলেছে।
কলকাতা: সিগন্যাল ভেঙে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসা গাড়ির ধাক্কায় মারা গেলেন এক পথচারী। ইএম বাইপাসের কাদাপাড়া মোড়ে ঘটেছে এই দুর্ঘটনা। চালক ও সওয়ারিকে আটকে মারধর করেছেন স্থানীয় মানুষ, পুলিশকে ঘিরেও বিক্ষোভ চলেছে। মৃতের নাম গৌরী দে। তাঁর বাড়ি দত্তাবাদে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ ভোর ৫টা নাগাদ সল্টলেকের দিক থেকে আসা গাড়িটি সিগন্যাল ভেঙে বেপরোয়া গতিতে এসে ফুটপাথে উঠে ওই মহিলাকে পিষে দেয়। চালক ও সওয়ারি পালানোর চেষ্টা করায় প্রত্যক্ষদর্শীরা তাঁদের ধরে ফেলেন। ঘটনাস্থলে যাওয়ায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। কাদাপাড়া মোড়ে অবরোধ চলে।