টেস্টে হনুমা বিহারীর প্রথম শতরান, ইশান্তের অর্ধশতরান, চালকের আসনে ভারত
Web Desk, ABP Ananda | 01 Sep 2019 12:29 AM (IST)
ইশান্তও (৫৭) টেস্টে প্রথম অর্ধশতরান করেন।
ছবি সৌজন্যে ট্যুইটার
কিংস্টন: লোয়ার অর্ডারের দুই ব্যাটসম্যান হনুমা বিহারী ও ইশান্ত শর্মার দাপটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন চালকের আসনে ভারতীয় দল। টেস্টে প্রথম শতরান করলেন হনুমা। ইশান্তও (৫৭) টেস্টে প্রথম অর্ধশতরান করেন। তাঁদের জুটিতে ১১২ রান যোগ হয়। ফলে ভারতীয় দলের রান ৪০০ পেরিয়ে যায়। শেষপর্যন্ত ভারত ৪১৬ রানে প্রথম ইনিংস শেষ করে। দ্বিতীয় দিনের শুরুতেই অবশ্য ঋষভ পন্থের (২৭) উইকেট হারায় ভারত। দিনের প্রথম বলেই ভারতের এই তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে ফেরান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। রবীন্দ্র জাডেজা ব্যাট করতে নেমে প্রথম বলেই বাউন্ডারি মেরে শুরুটা দুর্দান্ত করেন। তবে তিনি ১৬ রান করেই ফিরে যান। এরপর ইশান্ত ও হনুমার জুটি ভারতীয় দলকে দারুণ জায়গায় পৌঁছে দেয়। মধ্যাহ্নভোজের বিরতির সময় ভারতের রান ছিল ৭ উইকেটে ৩৩৬। দিনের দ্বিতীয় সেশনে শতরান পূর্ণ করেন হনুমা। শেষপর্যন্ত ২২৫ বলে ১১১ রানে আউট হন তিনি। এরপরেই অলআউট হয়ে যায় ভারত।