ভোপাল: পুরনো বিবাদ ঘিরে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মোরেনায় শ্যুটআউট (Shootout)। গুলি লেগে ৬ জনের মৃত্যু (death)। গুরুতর জখম ৪ জন। ১০ বছর আগে জমি বিবাদ ঘিরে দুই পরিবারের মধ্যে গণ্ডগোল বেঁধেছিল। বিবাদ অচিরেই সংঘর্ষে রূপান্তরিত পৌঁছয়। মারা যান ২ জন। এদিনের ঘটনার পর এলাকায় পৌঁছেছে পুলিশ। থমথমে মোরেনার লেপা গ্রাম।
কী জানা গেল?
গোটা ঘটনার একটি ভিডিও এর মধ্যেই ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, রাইফেল হাতে বেশ কয়েকজন একেবারে নিরস্ত্র কিছু মানুষের দিকে গুলি ছুড়ছে। তবে তার আগে লাঠি দিয়ে তাঁদের বেধড়ক মারধরও করা হয়েছে বলে ধরা পড়ে ভিডিওটিতে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি এবিপি আনন্দ। আপাতত যে তথ্য় জানা গিয়েছে তাতে লেপা গ্রামে সকাল ১০টা নাগাদ এই ঘটনা ঘটে। ধীর সিংহ তোমর এবং গজেন্দ্র সিংহ তোমরের পরিবারের মধ্যে ঝামেলা বাঁধে বলে জানতে পেরেছে প্রশাসন। প্রাথমিক ভাবে যে তথ্য় হাতে এসেছে তাতে জানা যায়, ২০১৩ সালেও একবার দুই পরিবারের মধ্যে ঝামেলা বেঁধেছিল। কোথায় ঝঞ্জাল ফেলা হবে, সেই নিয়েই ঝামেলার সূত্রপাত। সেই সময় ধীর সিংহ তোমরের পরিবারের দু'জন মারা যান। পালিয়ে যায় গজেন্দ্র সিংহ তোমরের পরিবার। তবে হালেই দু'টি পরিবার কোর্টের বাইরে দেখা করে বিষয়টি মিটমাট করে নিয়েছিল। তার পরই গজেন্দ্রর পরিবার গ্রামে ফেরে। এবার নতুন হামলা। পুলিশ জানাচ্ছে,. এদিন যে ছ'জন মারা যান তাঁদের মধ্যে গজেন্দ্র ও তাঁর দুই ছেলেও রয়েছেন। প্রসঙ্গত, এই ধরনের ঘটনার উদাহরণ এই রাজ্যেও কম নেই।
জমি বিবাদের জের...
গত বছর নভেম্বরে জমি নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তিকে খুনের চেষ্টার অভিযোগ ওঠে আত্মীয়দের বিরুদ্ধে। মুর্শিদাবাদ জেলার বড়ঞা এলাকার ঘটনা। হামলার মুহূর্তও ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। তবে ফুটেজটির সত্যতা আলাদা ভাবে যাচাই করেনি এবিপি আনন্দ।বড়ঞা থানার অন্তর্গত কুমরাই মসজিদ পাড়া। সেখানেই ঘটনাটি ঘটে। হামলার অভিযোগ ওঠে ওসমান মির্জা ও গোলাম মোস্তফার বিরুদ্ধে। প্রাথমিক ভাবে শোনা যায়, কদর আলি মির্জার সঙ্গে জমি নিয়ে পুরনো বিবাদ ছিল ওসমান ও গোলামের। অভিযোগ, সেই বিবাদ থেকেই ধারাল অস্ত্র দিয়ে কদর আলি মির্জার উপর হামলা চালাল ওই দুজন যার ভিডিও সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ সূত্রে খবর, রাস্তায় ওই ব্যক্তিকে দু’জন এসে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করার পরই তিনি বাড়িতে ঢুকে দরজা দিয়ে দেন। বড়ঞা থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনার পর অভিযুক্ত ২ জন অবশ্য ফেরার হয়ে যান।
আরও পড়ুন:স্বাদ আনে, স্বাস্থ্যের জন্য় উপকারী, তিল বীজ ব্যবহারে কী লাভ?