কলকাতা: রাজ্যে সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে নিম্নচাপ ওড়িশা উপকূলে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। এছাড়াও, একটি নিম্নচাপ অক্ষরেখা রাজস্থান থেকে মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়ের উপর দিয়ে ওড়িশা পর্যন্ত। তার জেরেই বৃষ্টি। কলকাতায় সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। দিনভর দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের কোচবিহার ও আলিরপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মালদা ও দুই দিনাজপুরেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস।
এদিকে, শুক্রবার রাত থেকে টানা বৃষ্টি। তার জেরে দার্জিলিঙের একাধিক জায়গায় ধস। গতকাল ধস নামে। মূলাধারা এলাকায় একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি, কার্শিয়ঙেরও একাধিক জায়গায় ধস। সিভিটার চা বাগান এলাকায় বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। লিঙ্ক রোডগুলি ধসের জেরে বন্ধ হয়ে গিয়েছে। রাস্তা পরিষ্কারের কাজ চলছে।
লাগাতার বর্ষণে দার্জিলিঙে ধস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Jun 2020 02:00 PM (IST)
বঙ্গোপসাগরে নিম্নচাপ ওড়িশা উপকূলে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে, জানাল আবহাওয়া দফতর
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -