নয়াদিল্লি : এ বছর প্রথম থেকে প্রবল দুর্যোগ চলছে কেদারনাথের পথে। প্রবল বৃষ্টির জেরে বারেবারে থমকে গিয়েছে যাত্রা। এবার ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ শিবক্ষেত্র পথে। ভয়াবহ ধসের ফলে কমপক্ষে তিনটি দোকান তলিয়ে গেল মন্দাকিনী নদীর  (Mandakini river) গর্ভে। এর ফলে অন্তত ১২ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। 

ঘটনাটি ঘটেছে গৌরীকুণ্ডের কাছে। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার ( Rudraprayag district of Uttarakhand )গৌরীকুণ্ড দিয়ে কেদারনাথের যাত্রাপথ। শুক্রবার গৌরীকুণ্ডের দাত পুলিয়া ( Daat Puliya ) এলাকায় ঘটনাটি ঘটে। কেদারনাথ মন্দিরে ভ্রমণের জন্য গৌরীকুন্ড হল বেস ক্যাম্প।

রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর ( State Disaster Response Force) ইতিমধ্যেই যুদ্ধকালীন ততৎপরতায় উদ্ধারকাজ শুরু করেছে। ওই এলাকায় ক্রমাগত ভারী বর্ষণ চলছে । তার ফলে পাহাড়ের মাটি দুর্বল হয়েছে। এর ফলে পাহাড় ভেঙে বোল্ডার নেমে আসছে। এর ফলে উদ্ধারকাজ বিঘ্নিত হয়েছে বলে SDRF সূত্রে খবর।   


চামোলি জেলার বিপর্যয় মোকাবিলার দায়িত্বে থাকা নন্দন সিং রাজওয়ার বলেছেন, "গৌরীকুণ্ডর কাছে ভূমিধসের কারণে তিনটি দোকান নদীতে ভেসে যাওয়ার পরে অন্তত ১২ জন লোক নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।" 


রুদ্রপ্রয়াগের এসপি ডা. বিশাখা জানিয়েছেন, "নিখোঁজদের খুঁজে বের করার অভিযান চলছে।" 

গত জুলাই মাসেই প্রবল প্রাকৃতিক দুর্যোগে  সোনপ্রয়াগ এবং গৌরীকুণ্ডে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। সেই পরিস্থিতিতে কেদারনাথ যাত্রা (Kedarnath Yatra) বন্ধ করার সিদ্ধান্ত নেয় মন্দির কর্তৃপক্ষ।  যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে জেলা প্রশাসন ক্রমাগত খারাপ আবহাওয়ার কারণে সোনপ্রয়াগ ও গৌরীকুণ্ডে যাত্রীদের রেখে দেয়। 

৬ মাস বন্ধ থাকার পর এপ্রিলেই খুলেছিল কেদার-দ্বার। তবে সেই সময়ও তুষারপাতের প্রাবল্যের জেরে রেজিস্ট্রেশন বন্ধ ছিল। তবে চারধাম যাত্রার সময়ই জানিয়ে দেওয়া হয়েছিল পুণ্যার্থীদের স্বার্থ বিবেচনা করেই আগামী দিনে আবহাওয়ার অবস্থা দেখে তীর্থযাত্রা চলবে না বন্ধ হবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। এবছর কেদার, গঙ্গোত্রী, যমুনোত্রী এবং বদ্রীনাথ এই চারধাম যাত্রা নিয়ে বারবার অনিশ্চয়তা তৈরি হয়।     


২০১৩ সালে প্রকৃতির রোষে তছনছ হয়ে যায় উত্তরাখণ্ড৷ তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাড়ি-ঘর৷ চলে যায় বহু প্রাণ।  কার্যত বধ্যভূমিতে পরিণত হয়েছিল কেদারনাথ৷ কিন্তু আশ্চর্যজনক ভাবে ধ্বংসস্তুপের মধ্যেও মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল কেদারনাথ মন্দির ৷ 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial