কলম্বো: সীমিত ওভারের ক্রিকেটে শহিদ আফ্রিদি বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবেই পরিচিত। ব্যাটিং দক্ষতা পাশাপাশি লেগ স্পিনার হিসেবেও যথেষ্ট কার্যকরী ছিলেন এই পাক ক্রিকেট তারকা। সব মিলিয়ে পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলে আফ্রিদি ছিলেন অপরিহার্য। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া পরে তিনি বিভিন্ন স্তরে টি-২০ ও টি-১০ প্রতিযোগিতা অংশ নিচ্ছেন। বর্তমানে তিনি লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)-এ গালে গ্ল্যাডিয়েটরের নেতৃত্ব দিচ্ছেন।
গালে গ্ল্যাডিয়েট (জিজি)-এর প্রথম ম্যাচ ছিল জাফনা স্ট্যালিয়নের সঙ্গে। ওই ম্যাচে স্বমহিমায় ছিলেন আফ্রিদি। মাত্র ২৩ বলে ৫৮ রান জিজি-র অধিনায়ক। ৫৮ রানের মধ্যে ছটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। ১৭৫ রান করলেও শেষ পর্যন্ত পরাজিত হতে হয়েছে আফ্রিদির দলকে। অভিষেক ফার্নান্ডোর অপরাজিত ৯২ রান জাফনাকে অনায়াস জয়ে পৌঁছে দেয়। ম্যাচের পরে তিনি জানিয়েছিলেন, অপেক্ষাকৃত তরুণদের সঙ্গে ৪০ বছর বয়সে মানিয়ে নিতে তিনি কী ভাবে, কতটা পরিশ্রম করেছিলেন। জিজি-র অধিনায়ক জানিয়েছেন,তরুণ ক্রিকেটারদের কাছে তিনি দৃষ্টান্ত হয়ে উঠতে চান। কার্যত ’সুপারম্যান‘ হয়ে উঠতে চান তিনি।
জিজি টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা যে তাঁর উপরে অনেকটাই বেশি তা বিলক্ষণ জানেন আফ্রিদি। তিনি জানিয়েছেন, প্রতিটি ম্যাচে নিজের সেরাটা দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করছেন। এখনও পর্যন্ত একটি ম্যাচেও জিততে পারেনি গালে গ্ল্যাডিয়েটর। স্বভাবতই জয়ের খোঁজে মরিয়া আফ্রিদি।
'বুড়ো হাড়েও ভেল্কি', তরুণ ক্রিকেটারদের কাছে 'সুপারম্যান' হতে চান আফ্রিদি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Dec 2020 10:40 AM (IST)
সীমিত ওভারের ক্রিকেটে শহিদ আফ্রিদি বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবেই পরিচিত। ব্যাটিং দক্ষতা পাশাপাশি লেগ স্পিনার হিসেবেও যথেষ্ট কার্যকরী ছিলেন এই পাক ক্রিকেট তারকা। সব মিলিয়ে পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলে আফ্রিদি ছিলেন অপরিহার্য।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -