নয়াদিল্লি: পাকিস্তানে নিহত জম্মু ও কাশ্মীরে একাধিক হামলার মাস্টারমাইন্ড আবু কাতাল। ২৬/১১-র মুম্বই হামলার মূল ষড়যন্ত্রী হাফিজ সইদের ঘনিষ্ঠ ছিল আবু। আততায়ীদের গুলিতে নিহত 'মোস্ট ওয়ান্টেড' জঙ্গি।
জম্মু ও কাশ্মীরে একাধিক হামলার মাস্টারমাইন্ড আবু কাতাল ওরফে ফয়সাল নাদিম। ২৬/১১-র মুম্বই হামলার মূল ষড়যন্ত্রী হাফিজ সইদের ঘনিষ্ঠ ছিল আবু। ভারতের মোস্ট ওয়ান্টেড লস্কর-ই-তৈবার জঙ্গি আবু কাতাল গত বছরের ৯ জুন জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় তীর্থযাত্রীদের বাসে সন্ত্রাস-হামলার ঘটনায় অভিযুক্ত ছিল। দীর্ঘদিন ধরে পলাতক ছিল লস্কর জঙ্গি। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ঝিলমে আততায়ীদের গুলিতে নিহত হয়েছে হাফিজ সইদ ঘনিষ্ঠ জঙ্গি নেতা। যদিও কাতালকে কে হত্যা করেছে তা এখনও স্পষ্ট নয়।
গতকাল শনিবার রাতে নিহত হয়েছে আবুল কাতার। ২০২৩ সালের জানুয়ারি মাসে রাজৌরিতে হামলা হয়। যে ঘটনায় মৃত্যু হয় ৭ জনের সেই ঘটনায় আবুল কাতার সহ লস্কর-ই-তৈবারর আরও দুই সদস্যের বিরুদ্ধে NIA চার্জশিট পেশ করেছে। চার্জশিটে তারা উল্লেখ করেছে, পাকিস্তান থেকে জঙ্গি কার্যকলাপের জন্য নিয়োগ করত সংশ্লিষ্ট তিন জন। যেখানে মূল টার্গেট হতেন সাধারণ কর্মী সহ নিরাপত্তা বাহিনী। এখানেই শেষ নয়, জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার শিব খোরি মন্দির থেকে আসা তীর্থযাত্রীদের বাসে হামলা চালানো হয় কাতালের নেতৃত্বে।
আরও পড়ুন: Abhishek Banerjee: বেঁধে দিলেন টার্গেট, একাধিক নেতাকে ভর্ৎসনা; উত্তরে বিশেষ নজর অভিষেকের