LIVE UPDATES: মেঘের জন্য সূর্যগ্রহণ দেখতে পেলাম না, টুইট করলেন প্রধানমন্ত্রী
গ্রহণের জেরে সূর্যকে মনে হবে আগুনের আংটি বা রিং অফ ফায়ার। ভারত ছাড়া এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে পূর্ব ইউরোপ, উত্তর পশ্চিম অস্ট্রেলিয়া ও পূর্ব আফ্রিকা থেকে।
প্রেক্ষাপট
কলকাতা: আজ দেখা যাবে এই দশকের শেষ বলয়গ্রাস সূর্যগ্রহণ। সকাল ৮টা থেকে ৩ মিনিটে গ্রহণ শুরু হবে, চলবে প্রায় ৩ ঘণ্টা। মূলত দেখা যাবে কর্নাটক, কেরল ও তামিলনাড়ুর মত দক্ষিণী রাজ্যগুলিতে, দেশের বাকি অংশে দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ। এ রাজ্য থেকেও আংশিক গ্রহণ দেখা যাবে।
গ্রহণের জেরে সূর্যকে মনে হবে আগুনের আংটি বা রিং অফ ফায়ার। ভারত ছাড়া এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে পূর্ব ইউরোপ, উত্তর পশ্চিম অস্ট্রেলিয়া ও পূর্ব আফ্রিকা থেকে। ৮টা ৩ থেকে গ্রহণ শুরু হওয়ার পর সকাল ৯টা ২৪ মিনিট থেকে চাঁদ সূর্যের ওপর ছায়া ফেলতে শুরু করবে। পূর্ণ গ্রহণ হবে ৯টা ২৬-এ। বেলা ১১টা ৫ মিনিটে গ্রহণ শেষ হবে। দেশ থেকে আগামী সূর্য গ্রহণ দেখা যাবে আগামী বছর, ২১ জুন।
জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, গ্রহণ দেখার সময় কিছু সাবধানতা গ্রহণ করা উচিত। সূর্যের অতিবেগুনি রশ্মি চোখের ভালরকম ক্ষতি করতে পারে তাই সঠিক উপকরণ ব্যবহার করে, পদ্ধতি মেনে দেখা উচিত সূর্যগ্রহণ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -