Rescheduled NEET UG Exam On Sunday: চরম দুর্নীতির শিকার ডাক্তারির পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (National Eligibility-cum-Entrance Test) বা নিট (NEET 2024)। নিয়ম না মেনে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল প্রায় দেড় হাজারেরও বেশি পড়ুয়াদের। সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের ফের পরীক্ষা দিতে হবে। অথবা গ্রেস মার্কস (NEET UG Scam) বাদ দিয়ে যত নম্বর হয়, ততই তাদের মার্কশিটে থাকবে। শীর্ষ আদালতের নির্দেশে আগামীকাল অর্থাৎ ২৩ জুন এই পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। মোট সাতটি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে। ১৫৬৩ জন পরীক্ষার্থীর জন্য এই কেন্দ্রগুলি (NEET UG Controversy) বরাদ্দ করা হয়েছে।
থাকবে শিক্ষামন্ত্রকের আধিকারিকরা
সংবাদমাধ্যম সূত্রের খবর, কেন্দ্রগুলিতে এবার কড়া নিরাপত্তার ব্যবস্থা করছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA Scam)। প্রবীণ আধিকারিকরা পরীক্ষার দিন উপস্থিত থাকবেন ওই কেন্দ্রগুলিতে। পাশাপাশ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফেও আধিকারিকরা আসবেন কেন্দ্রগুলিতে। প্রশ্ন ফাঁস বা অন্য ধরনের যেকোনও অপ্রীতিকর ঘটনা রুখতেই এই পদক্ষেপ নেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA Controversy)।
মোট সাতটি কেন্দ্রে পরীক্ষা
এক জাতীয় সংবাদমাধ্যমকে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (National Testing Agency) এক প্রবীণ আধিকারিক জানিয়েছেন, নতুন করে ছয়টি কেন্দ্র বরাদ্দ করা হয়েছে এই পরীক্ষার জন্য। অন্যদিকে একটিমাত্র কেন্দ্র চণ্ডীগড়ে রয়েছে। সেখানে একজন বা দুজন পরীক্ষা দিতে পারে বলে জানিয়েছেন ন্যাশনাল টেস্টিং এজেন্সির ওই প্রবীণ আধিকারিক।
প্রশাসনিক গাফিলতির দোহাই
প্রসঙ্গত, পরীক্ষার সময় প্রশাসনিক কিছু কারণে ১৫৬৩ পরীক্ষার্থীকে বেশি নম্বর দেওয়া হয়। মোট ছয়টি পরীক্ষাকেন্দ্রে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। সেখানে হয় পরীক্ষা দেরিতে শুরু হয়েছে, নয় পরীক্ষার্থীদের ছেঁড়া ওএমআর শিট দেওয়া হয়েছিল। এছাড়াও, কিছু ক্ষেত্রে ভুল প্রশ্নপত্র দেওয়া হয়েছিল বলেও দাবি। তাঁর ভিত্তিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ওই পড়ুয়াদের কিছু গ্রেস মার্কস দেয় যা নিয়মবিরুদ্ধ প্রক্রিয়া।
সুপ্রিম কোর্টের নির্দেশে
এই ঘটনা প্রকাশ্যে আসে ৪ জুন। ওই দিন নিট পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। তার পর দেখা যায়, দেশের ছয়টি কেন্দ্রের পরীক্ষার্থীরা প্রচুর নম্বর পেয়েছে। এই কেন্দ্রগুলির তালিকায় ছিল মেঘালয়, চণ্ডীগড়, ছত্তিশগড়, হরিয়ানা ও গুজরাট। এই ঘটনার প্রতিবাদেই দেশের বেশ কিছু রাজ্যে প্রতিবাদ সংঘটিত হয়। পথে নামে অভিভাবকরা। আদালতে মামলা দায়ের হয়। যার ভিত্তিতে সুপ্রিম কোর্ট এই রায় দেয়। আগামীকাল সেই রায় মোতাবেক অনুষ্ঠিত হতে চলেছে ওই ১৫৬৩ জনের নিট পরীক্ষা।
আরও পড়ুন - Job News: কটন কর্পোরেশন অব ইন্ডিয়াতে শুরু হবে নিয়োগ, ১ লক্ষ টাকা বেতন, কারা যোগ্য ?
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI