১৯৯১-এ পেশাদার জীবন শুরু করেন লিয়েন্ডার। অর্থাৎ ২০২০ হতে চলেছে তাঁর পেশাদার কেরিয়ারের ৩০ বছর। এই দীর্ঘ সময়ের সিংহভাগ ধরে তিনিই ভারতীয় টেনিসের প্রধানতম মুখ, বিশ্বের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ডাবলস খেলোয়াড়। ১৮টি গ্র্যান্ডস্লাম জিতেছেন তিনি, ৮টি পুরুষ ডাবলসে, ১০টি মিক্সড ডাবলসে। ৬৬টি পেশাদার খেতাব জিতেছেন, ১৯৯৬-এ আটলান্টা অলিম্পিকসে পুরুষ সিঙ্গলসে জিতেছেন ব্রোঞ্জ। তিনিই একমাত্র টেনিস খেলোয়াড় যিনি অংশ নিয়েছেন ৭টি অলিম্পিক গেমসে।
এক সাক্ষাৎকারে লিয়েন্ডার এর আগে ইঙ্গিত দেন, আগামী বছর টোকিও অলিম্পিকসেও যোগ দিতে চান তিনি।
এ বছর ডেভিস কাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিকতম সিরিজেও অংশ নেন লিয়েন্ডার। রেকর্ড ৪৪তম ডাবলস ম্যাচ জেতেন তিনি, সিরিজও জেতে ভারত। তাঁর সহযোগী খেলোয়াড় ছিলেন নবাগত জীবন নেদুনতচেঝিয়ান, ভারত পাকিস্তানকে হারিয়ে দেয় ৪-০ ফলে। নব্বইয়ের শেষে মহেশ ভূপতির সঙ্গে লিয়েন্ডারের ডাবলস জুটি গোটা বিশ্বের টেনিস জগতের শ্রদ্ধা কুড়িয়ে নেয়, বিশ্বের সেরা টেনিস জুটির সম্মান পান তাঁরা।