গুয়াহাটি: দশম শ্রেণি পর্যন্ত যাঁরা অসমীয়া পড়েছেন একমাত্র তাঁরাই অসমে রাজ্য সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন। জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তবে বরাক উপত্যকার তিনটি জেলা ও বোড়োল্যান্ড আঞ্চলিক স্বশাসিত জেলাগুলির জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না। বরাকের বাসিন্দাদের রাজ্য সরকারি চাকরি পেতে গেলে দশম শ্রেণি পর্যন্ত বাংলা শিখতেই হবে আর বোড়োল্যান্ড স্বশাসিত অঞ্চলের জন্য অত্যাবশ্যক হল বোড়ো ভাষা।
হিমন্ত জানিয়েছেন, রাজ্যের সব মাধ্যমের স্কুলে অসমীয়া বাধ্যতামূলক করা হবে, এ জন্য বাজেট অধিবেশনেই পাশ করা হবে নয়া আইন। তাঁর নিজের দুই সন্তান, তারা রাজ্যের বাইরে পড়াশোনা করে। স্কুলে অসমীয়া না পড়ায় তারা কেউ রাজ্য সরকারি চাকরি করতে পারবে না। এছাড়া একেবারে প্রাথমিক স্তর, প্রাইমারি, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি স্তরে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজতে ৩,০০০ কোটি টাকা বরাদ্দ করা হবে।
একেবারে প্রাথমিক স্তরে ১৫,০০০ ও সেকেন্ডারি স্তরে ৮,০০০ শিক্ষকশিক্ষিকার পদে আগামী ৬ মাসের মধ্যে নিয়োগ সম্পূর্ণ হবে বলে তিনি জানিয়েছেন। এছাড়া তৈরি হবে ৩০টি নতুন কলেজকে স্বীকৃতি দেওয়া হবে, ৯০০ শিক্ষক ও শিক্ষাকর্মীর স্থায়ীকরণ হবে। সর্বশিক্ষা অভিযানের আওতায় ৪২,০০০ শিক্ষকশিক্ষিকা রয়েছেন, অন্য শিক্ষকশিক্ষিকাদের সঙ্গে তাঁদের বেতন সাম্য আনার বিষয়টি রাজ্য সরকার দেখবে। তাঁদের চাকরির নিরাপত্তা, চিকিৎসাগত সুযোগসুবিধে সংক্রান্ত বিষয়গুলিও ৬ মাসের মধ্যে মেটানো হবে।
প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল পড়ুয়াদের চার সেট করে ইউনিফর্ম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের মধ্যেও এই প্রথম দু’সেট করে ইউনিফর্ম বিলি করা হবে।
অসমে সরকারি চাকরির জন্য দশম শ্রেণি পর্যন্ত অসমীয়া শেখা অত্যাবশ্যক, জানালেন শিক্ষামন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Jan 2020 12:42 PM (IST)
তবে বরাক উপত্যকার তিনটি জেলা ও বোড়োল্যান্ড আঞ্চলিক স্বশাসিত জেলাগুলির জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না। বরাকের বাসিন্দাদের রাজ্য সরকারি চাকরি পেতে গেলে দশম শ্রেণি পর্যন্ত বাংলা শিখতেই হবে আর বোড়োল্যান্ড স্বশাসিত অঞ্চলের জন্য অত্যাবশ্যক হল বোড়ো ভাষা।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -