তলায় দীপিকা ঝপ করে লিখে দেন, শ্রীকৃষ্ণ থেকে ১ কিলো মাইসোর পাক মিষ্টি আর হট চিপস থেকে দুটো হাফ কিলো স্পাইসি চিপসের প্যাকেট না নিয়ে ফিরে আসবে না। দীপিকার মন্তব্যে হাসিতে ফেটে পড়েছে সোশ্যাল মিডিয়া। অনেকেই মন্তব্য করেছেন, রণবীর ঘরণী প্রকৃতই দক্ষিণ ভারতীয়। জাঠকে বিয়ে করেও মাইসোর পাক আর হট চিপস ভুলতে পারেননি। ৮৩-তে দীপিকাও রয়েছেন, করছেন কপিলের স্ত্রী রোমির চরিত্র। ১ কেজি মাইসোর পাক আর চিপস নিয়ে এস; রণবীরের ছবির নীচে মন্তব্য দীপিকার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Jan 2020 10:31 AM (IST)
৮৩-তে দীপিকাও রয়েছেন, করছেন কপিলের স্ত্রী রোমির চরিত্র।
মুম্বই: রণবীর সিংহ এখন ব্যস্ত তাঁর আগামী ছবি ৮৩ নিয়ে। ভারতীয় ক্রিকেট দলকে প্রথমবার বিশ্বকাপ এনে দেওয়া কপিল দেবের জীবনের ওপর তৈরি ছবিটি। ছবির একটি পোস্টার তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আর অবধারিতভাবে তাতে ঢুকে পড়েছেন দীপিকা পাড়ুকোন। ছবির যে পোস্টারটি রণবীর শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে গোটা টিমের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন তিনি। ছবি প্রমোশনের জন্য চেন্নাই যাচ্ছিলেন রণবীর, ইনস্টাগ্রামে তিনি লেখেন, কপিলের ডেভিলরা চেন্নাইয়ে তুফান তুলতে যাচ্ছে।