এবার অরবিন্দ পাণ্ডে নামে একজন পোস্ট করলেন সোনুর ২২ বছরের পুরনো ট্রেন পাস। সঙ্গে লিখেছেন, যিনি নিজে লড়াই করেছেন একমাত্র তিনিই অন্যের কষ্ট অনুভব করতে পারেন। এক সময় সোনু সুদ নিজে ৪২০ টাকার পাসে ট্রেনে সফর করতেন।
পাসে রয়েছে সোনুর ছবি, সঙ্গে ইস্যুর তারিখ ৮ জুলাই, ১৯৯৭। টিকিটটি কাটা হয়েছিল ৬ মার্চ, ১৯৯৮-এ। সম্ভবত মুম্বইয়ের বোরিভালি থেকে চার্চগেটের মধ্যে ছিল এই পাস, সে সময় সোনুর বয়স ছিল ২৪।
পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য একটি টোল ফ্রি হেল্পলাইন নাম্বারও চালু করেছেন সোনু, যা মানুষকে নিয়ে যাচ্ছে একটি হোয়াটসঅ্যাপ নাম্বারে যেখানে তাঁরা নিজেদের তথ্য দিতে পারবেন। শ্রমিকদের তথ্যে তথ্যে মুহূর্তে ভরে যাচ্ছে নাম্বারটি।