মস্কো: বিশ্বজুড়ে ঊর্ধমুখী করোনার গ্রাফ। উত্তরোত্তর বাড়ছে সংক্রমণের হার। বাড়ছে মৃত্যু সংখ্যাও। প্রতিকূল পরিস্থিতিতে ভ্যাকসিনের দিকে তাকিয়ে আছে সারা দুনিয়া। ভ্যাকসিন নিয়ে জোর কদমে কাজ চলছে বিভিন্ন দেশে। এই আবহে গণ টিকাদান কর্মসূচি নিল রাশিয়া। শনিবার রাজধানী মস্কোতে এই কর্মসূচি শুরু হয়েছে। যাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি তাদের আগে ভ্যাকসিন দেওয়া হচ্ছে।


উল্লেখ্য, চলতি বছর অগাস্টে ভ্যাকসিন আবিষ্কারের কথা ঘোষণা করে রাশিয়া। স্পুটনিক ভি তৈরির কথা জানায় তারা। প্রায় মাস চারেক পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি গ্রহণ করার নির্দেশ দেন। প্রেসিডেন্টের এই নির্দেশের পর ডজনের বেশি টিকাকরণ কেন্দ্র খোলা হয়েছে। সূত্রের খবর, হাজারের বেশি চিকিৎসক, শিক্ষক টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ করছেন।

স্পষ্টতই, এই টিকাদান কর্মসূচি শুরু হওয়ায় আশার আলো দেখছে বিশ্ববাসী। স্পুটনিক ভি প্রস্তুতকারক বিজ্ঞানীদের দাবি, ৯৫ শতাংশ কার্যকরী এই ভ্যাকসিন। ভ্লাদিমির পুতিনের দাবি, ভ্যাকসিনের কোনও নেতিবাচক প্রভাব নেই। ভ্যাকসিনের গণ পরীক্ষা এখনও চলছে। রাশিয়ার দাবি, বিশ্বের প্রথম নিবন্ধভুক্ত ভ্যাকসিন স্পুটনিক ভি। অগাস্টে স্পুটনিক ভি আবিষ্কারের কথা ঘোষণার পর পুতিন জানান, তাঁর এক মেয়ে ভ্যাকসিন নিয়েছেন। আর এর পরেই বিশ্বজুড়ে বিভিন্ন বিজ্ঞানীদের তোপের মুখে পড়তে হয়।

রবিবারের হিসেব অনযায়ী, বিশ্বে করোনায় কমল দৈনিক মৃত্যু, বাড়ল সংক্রমণ। একইসঙ্গে বেড়েছে দৈনিক সুস্থতা। করোনায় এখনও পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ১৫ লক্ষ ২৭ হাজার ৩২৩ জনের।  আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৬৪ লক্ষ ৫৭ হাজার ৩১। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৪ কোটি ২৭ লক্ষ ২৪ হাজার ৮৯৫ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১ হাজার ৩৩৩ জনের। একদিনে সংক্রমিত ৬ লক্ষ ৯৬ হাজার ১০৩ জন।  গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ লক্ষ ৭৬ হাজার ৩৯৬ জন।