ছায়াপথের নীচে বিদ্যুতের ঝলকানি- নাসার প্রকাশিত এই ছবিটি দেখে মুগ্ধ হতেই হয়!
Web Desk, ABP Ananda | 05 Dec 2019 09:58 AM (IST)
ছবিটি তুলেছেন ইভান পেড্রেত্তি নামে জনৈক ফটোগ্রাফার। কালচে নীল আকাশে রাশি রাশি তারার মেলা। তার ঠিক নীচে বিদ্যুতের ঝলকানি। ইতালির সার্দিনিয়া দ্বীপে বেড়াতে গিয়ে ছবিটি তুলেছিলেন আলোকচিত্রী।
নয়াদিল্লি: ছায়াপথ বারবার আসে গানে-কবিতায়। ছোটবেলায় বিজ্ঞানের বইতে পড়া নক্ষত্রময় পথ মানুষের কাছে আসলে একটা স্বপ্নের রাস্তা। ছুঁতে না পারা মায়া। সেই ছায়াপথের নীচেই ঝলসে উঠল বিদ্যুৎ। রাশি রাশি তারা আর তার নীচে বিজলির চমক! এমন মায়াবী দৃশ্য তো খালি চোখে দেখা সম্ভব নয়। এরকমই অসাধারণ সুন্দর একটি ছবি প্রকাশ করেছে নাসা। ক্যাপশন করা হয়েছে ‘অ্যাস্ট্রনমি পিকচার অফ দ্য ডে’। ছবিটি তুলেছেন ইভান পেড্রেত্তি নামে জনৈক ফটোগ্রাফার। কালচে নীল আকাশে রাশি রাশি তারার মেলা। তার ঠিক নীচে বিদ্যুতের ঝলকানি। ইতালির সার্দিনিয়া দ্বীপে বেড়াতে গিয়ে ছবিটি তুলেছিলেন আলোকচিত্রী। নাম দিয়েছিলেন ‘ইলেকট্রিক নাইট’! নাসা এই ছবিটি তাদের ওয়েবসাইটে প্রকাশ করে লিখেছে, ‘ছবিটি দেখে প্রথমে মনে হতে পারে, ছায়াপথ থেকেই আলোটা তৈরি হচ্ছে। কিন্তু না এই আলোর উৎস পৃথিবী’ সঙ্গে ছবিটির কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যাও দেয়া হয়েছে। বলা হয়েছে , "দূরত্বের হিসেব কষলে অনেকটাই, আকাশে এই তারাগুলি সূর্যের আশেপাশেই অবস্থান করছে। " আগস্ট মাসে এরকমই আরেকটি বিদ্যুৎ চমকানোর ছবি নাসা তাদের ‘পিকচার অফ দ্য ডে’ সেকশনে প্রকাশ করে।