লন্ডন: ৭০ বছর বয়সে সামান্য অসুস্থতার পর প্রয়াত হলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বব উইলিস। টেস্টে ৩২৫টি উইকেট নেন এই পেসার। ১৯৭১ সালে তাঁর অভিষেক হয়। তিনি ৯০টি টেস্ট ম্যাচ এবং ৬৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন। টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় তিনি চতুর্থ স্থানে। ১৯৮৪ সালে তিনি অবসর নেন।

উইলিস পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘সবার প্রিয় ববকে হারিয়ে আমরা শোকাহত। তিনি সবার উপর প্রভাব বিস্তার করেছিলেন। আমরা তাঁর অভাব অনুভব করব।’ ববের স্ত্রী লরেন, মেয়ে কেটি, ভাই ডেভিড ও বোন অ্যান বর্তমান। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও শোকপ্রকাশ করা হয়েছে।