কলকাতা: গ্রাম আর অভয়ারণ্য এখানে পাশাপাশি। গ্রামে থাকে মানুষ আর অভয়ারণ্যে ঘুরে বেড়ায় সিংহের দল। কিন্তু কখনও কখনও মুছে যায় লক্ষণরেখা। জঙ্গল থেকে গ্রামের পথে প্রবল দাপটে ঘুরে বেড়ায় সিংহী, তেড়ে যায় মানুষের দিকে। গুজরাতের মাধবপুর গ্রামের এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

৭ সেকেন্ডের ছোট্ট এই ভিডিওটি শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দ। তাতে দেখা যাচ্ছে, গ্রামের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষ আচমকা দ্রুত সরে যাচ্ছেন। আর অকল্পনীয় গতিতে ছুটে আসছে একটি সিংহী। সুশান্ত লিখেছেন, কল্পনা করুন, আপনাকে কেউ ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে তাড়া করে আসছে। এমনকী উসেইন বোল্টও এই সিংহীর হাত এড়াতে পারবেন না।


অনেকেই প্রশ্ন করেছেন, এভাবে গ্রামের মধ্যে বেরিয়ে আসা সিংহীটি নিরাপদে আছে কিনা। সুশান্ত আশ্বস্ত করেছেন, দিব্যি আছে সে, এমন মানুষ-বন্য পশু সহাবস্থান আর কোথায় মেলে এ দেশ ছাড়া?