নয়াদিল্লি: কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে আলোচনার মধ্যেই সামনে এল আরও একটি বড় খবর। আগামীকাল সকাল ১১ টায় হবে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। এই বৈঠকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে। উল্লেখ্য, দেশে করোনা ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ার পর প্রায় এক বছর কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি স্থগিত রাখা হয়েছে। 


এরইমধ্যে করোনা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি দেখা যাচ্ছে। আক্রান্তের সংখ্যা নিম্নমুখী হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বৈঠক সম্পর্কে এখনও কোনও লিখিত বিষয়সূচী যদিও সামনে আসেনি। কনফারেন্সিংয়ের মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রিসভার ওই বৈঠক হবে। 


জুলাইতে ডিএ শুরু করার খবর এর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রক খারিজ করেছিল। কিছুদিন আগেই সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছিল যে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ও পেনশন প্রাপকদের ডিআর ফের শুরু নিয়ে কোনও নির্দেশ দেওয়া হয়নি। অর্থমন্ত্রক ট্যুইট করে জানিয়েছিল যে, কেন্দ্রীয় ডিএ ফের শুরু করা নিয়ে দাবি সংক্রান্ত একটি নথি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। এতে দাবি করা হচ্ছে যে, জুলাই থেকেই ডিএ, ডিআর শুরু হবে। কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে এমন কোনও আদেশ জারি করা হয়নি।


ইতিমধ্যে বিরোধী দল কংগ্রেস এই ইস্যুতে সরকারকে নিশানা করেছে। তারা ডিএ শুরুর দাবি জানিয়েছে। কংগ্রেস বলেছে, ডিএ দেওয়ার ব্যাপারে সরকার কর্মী, সেনার কর্মী ও পেনশন প্রাপকদের প্রতি বিমাতৃসুলভ আচরণ করছে। বকেয়া ভাতা অবিলম্বে দেওয়ার ব্যাপারে কংগ্রেস সরকারের কাছে দাবি জানিয়েছে। 


এরইমধ্যে কেন্দ্রের মন্ত্রিসভার আগামীকাল সম্প্রসারণ ঘটানো হতে পারে বলে জল্পনা চলছে। জানা গেছে, এবার মন্ত্রিসভায় ১৭ থেকে ২২ জনকে নতুন মন্ত্রী করা হতে পারে। কয়েকজন মন্ত্রীকে অতিরিক্ত দায়িত্বও দেওয়া হতে পারে বলে খবর। মন্ত্রিসভার সম্প্রসারণের ক্ষেত্রে যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই রাজ্যগুলি সম্পর্কে বিশেষভাবে নজর দেওয়া হতে পারে।