কলকাতা: কাল থেকে চলবে লোকাল ট্রেন। তার আগে, মঙ্গলবার ১৬ দফার গাইডলাইন ঘোষণা করল রাজ্য সরকার।


কী আছে সেই গাইডলাইনে, দেখে নিন---

  • যাত্রীদের মাস্ক বা ফেসকভার বাধ্যতামূলক

  • করোনা-সচেতনতায় অডিও-ভিসুয়াল মাধ্যমে প্রচারে জোর

  • প্রত্যেকদিন স্যানিটাইজ করতে হবে ট্রেনের কামরা

  • পরিষ্কার রাখতে হবে প্ল্যাটফর্মের শৌচাগার

  • নিয়ন্ত্রণ করা হতে পারে স্টেশনে ঢোকা-বেরনোর পথ

  • প্ল্যাটফর্মে রাখতে হবে আইসোলেশন রুম

  • জোর দিতে হবে ট্রেনের সময়সূচি প্রচারে

  • যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণ করবে জিআরপি ও রাজ্যপুলিশ

  • জিআরপি ও রাজ্যপুলিশকে সাহায্য করবে আরপিএফ