অন্ডালের বিডিও ঋত্বিক হাজরার বদলি আটকাতে সোমবার সকাল এগারোটা থেকে অন্ডাল বিডিও অফিসের গেটের সামনে ধর্নায় বসেন অন্ডাল বিমানবন্দর-কৃষি-যুব-শ্রমিক স্বার্থ রক্ষা কমিটির সদস্যরা।
আন্দোলনকারীদের দাবি, অন্ডাল বিমানবন্দর তৈরির সময় যাঁরা জমি দিয়েছিলেন, তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার কাজে গতি এনেছিলেন এই বিডিও। এখন বিডিও বদল হলে ক্ষতিপূরণের প্রক্রিয়া সম্পূর্ণ হতে আরও দেরি হবে বলে তাঁদের আশঙ্কা।
স্থানীয় বাসিন্দা কালাচাঁদ গড়াই বলেছেন, উনি কাজের গতি এনেছিলেন। আমরা চাই ওনার বদলির নির্দেশ বাতিল হোক। বিডিও চলে গেলে ক্ষতিপূরণ পাওয়ার কাজ আরও ঢিমেতালে হবে।
বিডিও অবশ্য আশ্বাস দিয়েছেন, আধিকারিক বদলের জেরে ক্ষতিপূরণের প্রক্রিয়া পিছোবে না। বলেছেন, আমার সরকারি নির্দেশ এসেছে। আমাকে অন্যত্র যেতেই হবে। যিনি আসবেন তাঁকে কাজের গুরুত্ব বুঝিয়ে দেব। এরপর যিনি কাজে আসবেন তিনিও সমান গুরুত্ব দিয়ে এই বিষয়টি দেখবেন।
তবে বিডিও-র আশ্বাসের পরও বিক্ষোভকারীরা অবস্থানে অনড়।