কমলার পারিবারিক সূত্রে তামিলনাড়ুর যোগসূত্র আছে, বাইডেনেরও ভারত-যোগের খবর শোনা যাচ্ছে। মমতা ট্যুইট করেছেন, তিনি আশা করছেন, বাইডেন, কমলা জমানায় ভারত-মার্কিন বন্ধুত্বের প্রসার ঘটবে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাইডেন ট্রাম্পকে প্রেসিডেন্ট পদের নির্বাচনে পরাজিত করেছেন, যদিও ট্রাম্প এই ফল মানতে অস্বীকার করেছেন।
ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ শাসক ও রাহুল গাঁধী, সনিয়া গাঁধী সমেত বিরোধী শিবিরের বেশ কিছু নেতা বাইডেন, কমলার সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বাই়ডেন প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করার সদিচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
২০১৮ সালে মুখ্যমন্ত্রী মার্কিন সফরের আমন্ত্রণ পেয়েছিলেন। স্বামী বিবেকানন্দের ১৮৯৩ সালের শিকাগোর ধর্মসভায় ঐতিহাসিক ভাষণের ১২৫-তম বর্ষপূর্তি উপলক্ষ্যে তাঁকে এক অনুষ্ঠানের আমন্ত্রণ পাঠানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই সফর হয়নি। এবার বাইডেন নতুন রাষ্ট্রপতি হওয়ার পর মুখ্যমন্ত্রী মার্কিন সফরে যাবেন কিনা, সেই জল্পনা শুরু হয়েছে।