নয়াদিল্লি: করোনা মোকাবিলায় ফের লকডাউনের মেয়াদ বাড়ল দিল্লিতে। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীর দাবি, লকডাউনের জেরে করোনার সঙ্গে লড়াইয়ে অনেকটাই সাফল্য এসেছে।


এদিন মুখ্যমন্ত্রী বলেন, আরও এক সপ্তাহ লকডাউন জারি থাকবে দিল্লিতে। সংক্রমণ অনেক কমতে শুরু করেছে। ৫ শতাংশেরও কম পজিটিভিটি হার। তাঁর কথায়, আমরা লক্ষ্য করেছি লকডাউন জারি করার পর দিল্লিতে সুস্থতার সংখ্যা বেড়েছে। সংক্রমণ অনেক কমেছে। গত কয়েকদিনে আমরা যে সাফল্য পেয়েছি তা হারাতে পারব না। তাই আরও এক সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার। আগামীকাল পর্যন্ত নয়, আগামী সোমবার ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে লকডাউন।


স্বাস্থ্য দফতরের শেষ বুলেটিন অনুযায়ী, শনিবার দৈনিক সংক্রমণের সংখ্যা ৬ হাজার ৪৩০। প্রায় একমাস পর ১০ হাজারের নিচে নামতে শুরু করেছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। দৈনিক সুস্থতার সংখ্যা ১১ হাজার ৫৯১। যদিও এখনও নাগালে আসছে না দৈনিক মৃতের সংখ্যা। তা নিয়ে বেশ চিন্তিত প্রশাসন। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৩৭ জনের। গতকাল, শনিবারের বুলেটিন বলছে, রাজধানীতে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৬৬ হাজার।


উল্লেখ্য, মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে রাজধানীতে বাড়তে শুরু করে দৈনিক সংক্রমণ। ৫ এপ্রিল দৈনিক আক্রান্তের সংখ্যা পেরিয়ে যায় ৫ হাজারের গণ্ডি। এরপর থেকে বাড়তে শুরু করেছিল সংখ্যাটা। এপ্রিলের মাঝামাঝি সময়ে ২০ হাজার পেরিয়ে যায় দৈনিক সংক্রমণ। আর তাই রাশ টানতে কড়া বিধি পালনে জোর দেয় রাজ্য সরকার। প্রাথমিকভাবে সপ্তাহান্তে কার্ফু ঘোষণা করে দিল্লি সরকার। কিন্তু লাগামছাড়া সংক্রমণে শেষমেশ লকডাউনের পথেই হাঁটেন কেজরিওয়াল। ১৯ এপ্রিল প্রথম দফায় জারি করা হয় লকডাউন। ২৬ এপ্রিল পর্যন্ত জারি রাখা হয় তা। কিন্তু আক্রান্তের সংখ্যা না কমায় ২৬ এপ্রিলের পর ফের লকডাউন জারি করে দিল্লি সরকার।