নয়া দিল্লি : 'আমেথির মানুষ চাইছেন রাহুল গাঁধী (Rahul Gandhi) এবার সেখানে ভোটে লড়ুক।' কেন্দ্রীয়মন্ত্রী ও আমেথির বিজেপি সাংসদ স্মৃতি ইরানি (Smriti Irani) কংগ্রেস সাংসদকে চ্যালেঞ্জ জানানোর পর দিনই এই মন্তব্য করলেন সিনিয়র কংগ্রেস নেতা জয়রাম রমেশ। এমনকী তিনি এমন দাবিও করেন যে, স্মৃতি ইরানিকে ২০১৯ সালে নির্বাচিত করে যে ভুল করেছেন তা আমেথির মানুষ বুঝতে পেরেছেন।


সংবাদ সংস্থা ANI-কে জয়রাম রমেশ বলেন, "সিইসি ও রাহুল গাঁধী এই সিদ্ধান্ত (আমেথি থেকে ভোটে লড়ার) নেবেন। কিন্তু, মানুষ চাইছেন রাহুল গাঁধী ফিরে আসুন। মানুষ বুঝতে পেরেছেন যে তাঁরা ২০১৯ সালে ভুল করেছেন। ওঁরা রাহুল গাঁধীর প্রত্যাবর্তন চান। চ্যালেঞ্জ জানানো ওঁর (স্মৃতি ইরানি) গণতান্ত্রিক অধিকার। আমরা কোনও চ্যালেঞ্জ থেকে দূরে সরে যাচ্ছি না। রাহুল গাঁধী যদি সিদ্ধান্ত নেন এখান (আমেথি) থেকে লড়বেন, তাহলে তিনি লড়বেন। মানুষ বলছেন, তাঁরা ২০১৯ সালে একটি ভুল করেছেন এবং রাহুল ভাইয়ার এখান থেকে প্রতিযোগিতা করা উচিত এবং তিনি জিতবেন।" 


সোমবারই স্মৃতি ইরানি রাহুলকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, তাঁর পূর্ববর্তী লোকসভা কেন্দ্র আমেথি থেকে ভোটে দাঁড়াক রাহুল গাঁধী। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "২০১৯ সালে উনি (রাহুল) আমেথি ছেড়েছিলেন। আজ আমেথি ওঁকে ছেড়ে দিয়েছে। যদি উনি আত্মবিশ্বাসী হন, তাহলে ওয়েইনাড না গিয়ে, এই আমেথি থেকে তাঁকে লড়তে দিন।" এরপরই আজ জয়রাম রমেশের তরফে দাবি করা হয়, আমেথির মানুষ রাহুলকে চাইছেন।"


তাঁর এই 'চ্যালেঞ্জ গ্রহণের' পরিপ্রেক্ষিত স্মৃতির বক্তব্য, "আমি খুশি যে জয়রাম রমেশ আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন যে, রাহুল গাঁধী অখিলেশ যাদব ও মায়াবতীর সাহায্য না নিয়ে ভোটে লড়তে প্রস্তুত। বিজেপির একজন সাধারণ কর্মী হিসাবে, আমি এই চ্যালেঞ্জকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা সবাই, আমেথির কর্মীরা অপেক্ষা করব, সিইসি-র মাধ্যমে রাহুল গাঁধী এটা ঘোষণা করবেন। জয়রাম রমেশ ঘোষণা করেছেন যে, ওয়েইনাড না গিয়ে আমেথি থেকে ভোটে লড়বেন।"