নয়াদিল্লি: দিল্লির পর আরও চার রাজ্যে আসন সমঝোতা কংগ্রেস এবং আম আদমি পার্টির। গুজরাত, হরিয়ানা, গোয়া এবং চণ্ডীগড়েও একজোটে লড়াই করবে তারা। কোন দল, কতগুলি আসনে লড়াই করবে, হয়ে গেল তার ঘোষণাও। আসন্ন লোকসভা নির্বাচনের আগে BJP-বিরোধী I.N.D.I.A শিবিরে শরিকদের মধ্যে মতভেদের খবর উঠে আসছিল লাগাতার। কিন্তু সব মতভেদ পিছনে ফেলে, শক্ত করে পরস্পরের হাত ধরল কংগ্রেস এবং আম আদমি পার্টি। (I.N.D.I.A Alliance)


দিল্লির সাতটি আসনে একজোটে লড়াই করবে কংগ্রেস এবং আম আদমি পার্টি। ওয়েস্ট দিল্লি, সাউথ দিল্লি, ইস্ট দিল্লি এবং নয়াদিল্লিতে নিজেদের প্রার্থী দাঁড় করাবে অরবিন্দ কেজরিওয়ালের দল। নর্থ-ইস্ট দিল্লি, নর্থ-ওয়েস্ট দিল্লি এবং চাঁদনি চকে প্রার্থী দাঁড় করাবে কংগ্রেস। ২০১৯ সালে ওই সাতটি আসনের সবক'টিতেই জয়ী হয়েছিল BJP. (Lok Sabha Elections 2024)


অতি সম্প্রতিই চণ্ডীগড় পৌরসভা নির্বাচনে জয়ী হয়েছে বিরোধী জোট I.N.D.I.A. তার পরই দিল্লিতে বরফ গলে। পাশাপাশি আরও তিন রাজ্যে পরস্পরের হাত ধরে চলার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস এবং আম আদমি পার্টি। গুজরাতের বাহরুচ এবং ভাবনগরে প্রার্থী দাঁড় করাবে আম আদমি পার্টি। হরিয়ানার একটি আসনে প্রার্থী দাঁড় করাবে তারা। অন্য দিকে, গোয়ার দু'টি আসনে প্রার্থী দাঁড় করাবে কংগ্রেস। গত সপ্তাহে দক্ষিণ গোয়ায় প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছিল আম আদমি পার্টি। কংগ্রেসকে রাস্তা করে দিতে প্রার্থী সরিয়ে নেবে তারা। চণ্ডীগড়ের  একটি আসনও কংগ্রেসকে ছেড়ে দিয়েছে আম আদমি প্রার্থী।


আরও পড়ুন: I.N.D.I.A Alliance: জট কাটিয়ে সমাধানসূত্র দিল্লিতেও, কংগ্রেস-AAP আসন সমঝোতা প্রায় চূড়ান্ত, ঘোষণা শীঘ্রই


লোকসভা নির্বাচনে BJP-কে পর্যুদস্ত করতেই একজোট হয়েছে বিরোধী দলগুলি। কিন্তু আসন সমঝোতা নিয়ে গোড়া থেকেই সমস্যা দেখা দেয়। কংগ্রেসের বিরুদ্ধে ঢিলেমির অভিযোগ তুলে সরব হয় বিরোধী দলগুলির একাংশ। আবার কংগ্রেসের দাবি ছিল, খামোকা জেদ ধরে বসে রয়েছে কিছু শরিকদল।


তবে সম্প্রতি সেই জট কাটতে শুরু করেছে, যার সূচনা ঘটে উত্তরপ্রদেশ এবং দিল্লি থেকে। উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি কংগ্রেসকে ১৭টি আসন ছাড়তে রাজি হয়েছে, যার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী কেন্দ্র বারাণসীও রয়েছে। রয়েছে মথুরা, বরেলী, অমেঠীর মতো গুরুত্বপূর্ণ আসন। মহারাষ্ট্রে কংগ্রেস এবং শিবসেনা (উদ্ধব)-র সঙ্গে আটটি আসন নিয়ে সমঝোতা চলছে। তবে তৃণমূলের সঙ্গে এখনও মীমাংসা হয়নি কংগ্রেসের। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বিরোধের জেরে, রাজ্যে ৪২টি আসনেই একা লড়াইয়ের ঘোষণা করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়