উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : সন্দেশখালি পৌঁছলেন মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee Reaches Sandeshkhali  ) । একাধিক জায়গায় জারি ১৪৪ ধারা, পুলিশে চোখ এড়িয়ে ঘুরপথে সন্দেশখালি ঢুকলেন DYFI-এর রাজ্য সম্পাদক।


মীনাক্ষীর সঙ্গে রয়েছেন DYFI-এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহাও। গ্রামে গ্রামে গিয়ে কথা বলবেন তাঁরা। এর আগে মীনাক্ষী মুখোপাধ্যায়কে সন্দেশখালি যেতে বাধা দেওয়া হয়। সূত্রের খবর, তাই আজকের কর্মসূচি নিয়ে গোপনীয়তা বজায় রাখা হয়েছিল।  


সূত্রের খবর, মীনাক্ষি নিজের মুখ ওড়না দিয়ে ঢাকা দিয়ে সন্দেশখালি প্রবেশ করেন। এই পরিকল্পনার কথা জানতেন মাত্র কয়েকজনই। জানতেন না  পার্টির হাইকমান্ডও। কারণ পাছে লোক জানাজানি হয়ে সব পরিকল্পনা জলে যায় ! তাই এই গোপনীয়তা। একটা সাদা ওড়নায় মুখ ঢেকে সবার আড়াল দিয়েই সন্দেশখালিতে ঢুকে পড়লেন মীনাক্ষী।  


গ্রামবাসীদের একাংশের দাবি,  বহুবছর পর মীনাক্ষি পা রাখাতে সন্দেশখালির মাটিতে ফের উড়ল লাল নিশান।                              


শনিবার লোকের  বাড়ি বাড়ি যান মীনাক্ষী। কথা বলেন নির্যাতিতাদের সঙ্গে। এর আগে একবার মীনাক্ষী সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সে-বার সফল হননি। পুলিশের বাধায় ফিরে যান ডিওয়াইএফআই নেত্রী। এবার তাই নিয়েছিলেন বিশেষ স্ট্র্যাটেজি। এদিকে, একই দিনে সন্দেশখালিতে যেন দুই ছবি। একদিকে, যখন সন্দেশখালিতে অবাধে বিভিন্ন এলাকায় গেলেন রাজ্যের ২ মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসু। তখন সন্দেশখালিতেই বাধা দেওয়া হল ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়কে। 


DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, 'বেআইনি কাজ করছে। এই বেআইনি কাজের জন্য ওনার বিরুদ্ধেই কমপ্লেন করব। মহিলা কমিশনে ওই মহিলা পুলিশের বিরুদ্ধে কমপ্লেন করব, তারপর ওনার বিরুদ্ধে মামলা ঠুকব। তারপরে উনি কোন বাড়িতে থাকেন, কোন থানাতে থাকেন, সেই থানাতেও কর্মসূচি হবে।' 


গত ২০ ফেব্রুয়ারি, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পাশাপাশি বাম নেত্রী বৃন্দা কারাতও পৌঁছে গিয়েছিলেন সন্দেশখালিতে। কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। ধামাখালি পৌঁছতেই সিপিএম পলিটব্যুরোর সদস্য বৃন্দা কারাতকে আটকায় পুলিশ।  তবে, এরমধ্যেই পুলিশের ঘেরাটোপ এড়িয়ে গ্রামে পৌঁছে যান কয়েকজন সিপিএম কর্মী। ভিডিও কলে বৃন্দা কারাতের সঙ্গে কথা বলেন সন্দেশখালির মহিলারা। পরে গ্রামে ঢুকতে পারেন বৃন্দা কারাতও। কথা বলেন গ্রামের মহিলাদের সঙ্গে।  সন্দেশখালির বেশ কয়েকটি পাড়ায় মহিলাদের সঙ্গে কথা বলে বিকেলে কলকাতায় ফেরেন বৃন্দা কারাত। 


 


 


আরও পড়ুন :


 'রাজ্য়ের মন্ত্রীরা যদি এটা পারে, শেখ শাহজাহান অবশ্য়ই করছে' বিস্ফোরক বৈশাখী