নয়াদিল্লি: লোকসভা ভোটের আগে দক্ষিণ ভারতে ধাক্কা খেল বিজেপি (BJP)। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (NDA) জোট ছেড়ে বেরিয়ে গেল জয়ললিতার দল এআইএডিএমকে (AIADMK)। সোমবার বিবৃতি জারি করে এনডিএ ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে এআইএডিএমকে। ২০২৪ সালের লোকসভা ভোটে (Parliament Election) আলাদা ফ্রন্ট তৈরি করে নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে এআইএডিএমকে (AIADMK)। সম্প্রতি তামিলনাড়ুর (Tamilnadu) রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে সংঘাত চলছিল এআইএডিএমকে নেতৃত্বের। তার মধ্যেই এনডিএ ছাড়ার কথা ঘোষণা করল দলটি।
এদিন প্রকাশিত বিবৃতিতে এআইএডিএমকে লিখেছে, 'আমরা বিজেপি এবং এনডিএ-এর সঙ্গে জোট ভাঙছি। কারণ তামিলনাড়ু বিজেপি নেতৃত্ব ইচ্ছাকৃতভাবে ক্রমাগত এআইএডিএমকে-র সম্মানহানি করে চলেছে। এতে আমাদের সম্মানীয় নেতা Aringar Anna এবং জে জয়ললিতার তৈরি করা পরম্পরার সম্মানহানি হচ্ছে। আমরা নতুন জোট তৈরি করব এবং আগামী লোকসভা ভোটে লড়াই করব।'
সম্প্রতি তামিলনাড়ুর রাজ্য বিজেপি নেতৃত্বের বেশ কিছু বক্তব্য় নিয়ে সংঘাত বেঁধেছিল এআইডিএমকের সঙ্গে। তা নিয়ে সরব হয়েছিলেন দলের সাধারণ সম্পাদক ই পলানিস্বামী (E Palaniswami) এবং তাঁর অনুগামীরা। সোমবার একটি আপৎকালীন মিটিং ডাকা হয়, নেতৃত্বে ছিলেন ই পলানিস্বামী। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় এনডিএ জোট ছেড়ে বেরিয়ে যাবে এআইএডিএমকে।
সম্প্রতি তামিলনাড়ু রাজ্য বিজেপির সভাপতি আন্নামালাই- দ্রাবিড়ভূমের প্রবাদপ্রতিম নেতা সিএন আন্নাদুরাইকে (CN Annadurai) নিয়ে সমালোচনা করেছিলেন, অন্য নেতাদের সমালোচনাও করেছিলেন, যা ভাল চোখে দেখেনি এআইডিএমকে নেতৃত্ব।
সম্প্রতি বিজেপির সঙ্গ ছাড়া নিয়ে মুখ খুলেছিলেন এআইডিএমকে নেতা জয়কুমার। বিজেপির রাজ্য সভাপতির (BJP State President) বক্তব্যের তীব্র সমালোচনা করেছিলেন। এদিনও তিনি বলেন, 'তামিলনাড়ুর রাজ্য বিজেপি সভাপতি টানা আমাদের নেতৃত্বের অপমান করে চলেছে। এটা মানা যায় না। আমরা এনডিএ ছেড়েছি, এটা দলের সমষ্টিগত সিদ্ধান্ত। আর কোনও উপায় না দেখেই এই সিদ্ধান্ত। এই সিদ্ধান্তে আমাদের দলে কোনও প্রভাব পড়বে না।'
আরও পড়ুন: বিয়ের পর প্রথমবার জনসমক্ষে রাঘব-পরিণীতি, জেটি থেকেই নামতেই ক্যামেরাবন্দি নবদম্পতি