হাংঝৌ : প্রত্যাশা ছিলই। সসম্মানেই তা পূরণ করল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian womens Cricket Team)। শ্রীলঙ্কার মহিলা দলকে ১৯ রানে টেক্কা দিয়ে এশিয়ান গেমসের মঞ্চ থেকে ভারতকে সোনা এনে দিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)-তিতাস সান্ধুরা (Titas Sandhu) । আর যে অনন্য সম্মান দেশকে এনে দিয়ে আবেগপ্রবণ সোনার মেয়ে মান্ধানা। পোডিয়ামে দাঁড়িয়ে যখন জাতীয় সঙ্গীত বেজে উঠেছিল, তখন আনন্দাশ্রু আর সামলাতে পারেননি তিনি। খেলা শেষে যে কথা জানিয়েছেন তিনি।


প্রথমে ব্যাট করতে নামা ভারত ১১৬ রানের পুঁজি জোগাড় করেছিল স্মৃতি মান্ধানার ৪৬ রানে ভর করে। যারপর কার্যত কামাল দেখান বাংলার মেয়ে তিতাস। পদক জেতার পর এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে দেশের সোনার মেয়ে মান্ধানা জানিয়েছেন, 'জাতীয় পতাকা উড়তে শুরু করল, বেজে উঠল জাতীয় সঙ্গীত, তখন আনন্দে চোখে জল চলে এসেছিল। এই মুহূ্র্তটা আমাদের কাছে স্পেশাল।'


এশিয়ান গেমসে (Asian Games 2023) ভারতীয় ক্রিকেট দলের সোনাজয়ের সঙ্গে টোকিও অলিম্পিক্সে নীরজ চোপড়ার জ্যাভলিনে বিশ্বসেরা হওয়ার ঘটনাক্রমের তুলনা টেনে স্মৃতি জুড়েছেন, 'নীরজ চোপড়াকে অলিম্পিক্সের মঞ্চে দেশের জন্য সোনা পেতে দেখেছিলাম সকলে। তা সবাইকে উদবুদ্ধ করেছিল। দেশকে সোনা জিততে সাহায্য করতে পারাটা এক অনন্য অনুভূতি।'


মাত্র ১১৬ রান পুঁজি থাকলেও, এই পিচে যে ব্যাট করা সহজ নয়, তা এদিন ভারতীয় ইনিংস দেখেই বোঝা গিয়েছিল। তবে ম্যাচ জিততে কিন্তু শুরুতে উইকেট নেওয়ার প্রয়োজন ছিল। ঠিক সেই কাজটাই করে দেখান বাংলার তরুণ বোলার তিতাস। তিনি মাত্র আট বলের ব্যবধানে শ্রীলঙ্কার টপ অর্ডারকে সাজঘরে ফেরত পাঠান। তারপর ক্রমাগত লঙ্কা শিবিরের ব্যাটিংয়ে ভাঙন ধরিয়ে ১৯ রানে ম্যাচ বের করে নেয় ভারতীয় দল।         






আরও পড়ুন- ইস্টবেঙ্গলের আইএসএল অভিযান শুরু আগে সমর্থকদের জন্য সুখবর শোনাল কলকাতা মেট্রো, সল্টলেক থেকে কখন ছাড়বে শেষ ট্রেন ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial