নয়াদিল্লি: সোমবার থেকে ১৮তম লোকসভার অধিবেশন শুরু হচ্ছে। পরীক্ষা কেলেঙ্কারি নিয়ে সেখানে কেন্দ্রের উপর চাপ বাড়াতে প্রস্তুত বিরোধীরা। তৃণমূলও সেই মতো প্রস্তুতি নিতে শুরু করেছে। লোকসভায় এই মুহূর্তে তৃতীয় বৃহত্তম দল জোড়াফুল শিবির। অধিবেশন শুরুর আগে তাই রবিবার লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। (Lok Sabha Session)


কিরেণ জানিয়েছেন, সরকার চায় সংসদের অধিবেশন সুষ্ঠভাবে চলুক। সেই নিয়েই সুদীপের সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি। পরে কিরেণ সুদীপের সঙ্গে সাক্ষাতের ছবিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়, তাতে লেখেন, 'তৃণমূলের সংসদীয় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হল। সংসদে দীর্ঘদিনের কেরিয়ার সুদীপদার। শান্ত এবং মর্যাদাপূর্ণ আচরণের জন্যই পরিচিত উনি। ১৮তম লোকসভা ওঁর অভিজ্ঞতা থেকে লাভবান হবে'। (NEET 2024 Controversy)


সুদীপ যদিও জানিয়েছেন, পরীক্ষা দুর্নীতি নিয়ে সরকারকে ছেড়ে কথা বলবেন না তাঁরা। সংসদে বিষয়টি নিয়ে আলোচনার দাবি জানাবেন তাঁরা। প্রশ্নফাঁস নিয়ে নরেন্দ্র মোদি এবং অমিত শাহের বক্তব্য জানতে চাওয়া হবে। 


সুষ্ঠভাবে অধিবেশন চালানো যে আর্জি জানিয়েছেন কিরেণ, সেই নিয়ে সুদীপ বলেন, "আমরাও চাই লোকসভা যেন সুষ্ঠভাবে চলে। সংসদে যেন বিরোধীদের বলতে দেওয়া হয়। আমি প্রোটেম স্পিকার হব না। দলও চাইছে না তা। I.N.D.I.A জোটের কোনও ক্ষতি হোক তা চায় না তৃণমূল।" পরীক্ষা কেলেঙ্কারি নিয়ে লোকসভা তেতে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। 



আরও পড়ুন: NEET-PG News: 'শিক্ষার্থীদের জীবন নিয়ে খেলছে সরকার', NEET-PG স্থগিত নিয়ে অসন্তোষ চিকিৎসক মহলের


পরীক্ষা কেলেঙ্কারি নিয়ে সরকারকে চাপে ফেলতে প্রস্তুতি নিচ্ছে কংগ্রেসও। দলের নেতা জয়রাম রমেশের দাবি, নরেন্দ্র মোদি এবং তাঁর সরকারের অক্ষমতার জন্যই প্রতিদিন একটি পরীক্ষা বাতিল হচ্ছে। রাহুল গাঁধী গোটা ঘটনায় প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। যেভাবে বিজেপি এবং RSS শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আধিপত্য বিস্তার করেছে, শিক্ষা ব্যবস্থাকে তুলে দেওয়াই তাদের লক্ষ্য হয়ে উঠেছে বলে অভিযোগ করেন রাহুল। 


I.N.D.I.A জোটের আর এক শরিক দল, DMK-ও পরীক্ষা কেলেঙ্কারি নিয়ে সরব হয়েছে। অবহেলিত পড়ুয়াদের উচ্চশিক্ষার অধিকার কেড়ে নিতেই কোটি কোটি টাকার লেনদেন, এই চক্রান্ত বলে অভিযোগ তুলেছে তারা। তাই লোকসভায় বিরোধীদের আক্রমণ নিয়ে চিন্তিত কেন্দ্রও। সোম এবং মঙ্গলবার নবনির্বাচিত সাংসদদের শপথ নেওয়ার কথা রয়েছে। এর পর যাতে অধিবেশন সুষ্ঠ ভাবে চলে, সেই চেষ্টা করছে তারা। কিন্তু বিরোধীরা সুর নরম করতে নারাজ। 


ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা NEET-এ দুর্নীতির অভিযোগ ঘিরে দেশজুড়ে হুলস্থুল চলছে। UGC-NET পরীক্ষাও বাতিল হয়েছে। এরই মধ্য়ে পরীক্ষার একদিন আগে স্থগিত করে দেওয়া হয়েছে NEET PG-ও। রবিবার যে স্নাতকোত্তরের NEET হওয়ার কথা ছিল, তা শনিবার শেষ মুহূর্তে স্থগিত করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রক। সবমিলিয়ে পারদ চড়ছে।