নয়া দিল্লি: পরপর পরীক্ষা বাতিলের মধ্যেই আজ পরীক্ষা গ্রেস মার্ক পাওয়া ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার্থীদের। নিট বাতিলের দাবিতে যন্তরমন্তরে বিক্ষোভের ঘোষণা পড়ুয়া ও অভিভাবকদের। UGC-NET, CSIR UGC NET-এর পর NEET-PG এন্ট্রান্স-ও স্থগিত। আগের রাতে তড়িঘড়ি স্থগিতের ঘোষণা। প্রবেশিকার পবিত্রতা রক্ষার কারণ দেখাল কেন্দ্র।
এদিকে কেন্দ্রীয় সরকারের এই ঘোষণার পর চিকিৎসক মহলে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। ইউনাইটেড ডক্টরস ফ্রন্ট অ্যাসোসিয়েশনের তরফে জাতীয় সাধারণ সম্পাদক ডঃ অরুণ কুমার বলেন, "NEET-PG পরীক্ষার ১০ ঘন্টা আগে সরকার 'এর সততা বজায় রাখতে' স্থগিত করেছে পরীক্ষা। যদিও এর সততা ইতিমধ্যেই লঙ্ঘন করা হয়েছে। সরকার ২ লক্ষ শিক্ষার্থীর জীবন নিয়ে খেলছে। তিনটি পরীক্ষা পর পর স্থগিত করা হয়েছে। কিন্তু এভাবে আর কতদিন চলবে?"
এদিকে, গ্রেস মার্ক পাওয়া ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার্থীদের আজ ফের পরীক্ষা। মোট ১ হাজার ৫৬৩ জন পরীক্ষার্থীর আজ পরীক্ষা রয়েছে। দুপুর ২ থেকে বিকেল ৫.২০ পর্যন্ত পরীক্ষার সময় দিল্লির যন্তরমন্তরে আজ পরীক্ষার্থীদের বিক্ষোভ। বিক্ষোভে সামিল হবেন পরীক্ষার্থীদের অভিভাবকরাও। নিট বাতিলের দাবিতে অনড় আন্দোলনরত পড়ুয়ারা।
আরও পড়ুন, স্থগিত NEET-PG এন্ট্রান্স, শিক্ষার্থীদের পাশে রাহুল, মোদিকে কড়া বার্তা
বিহার, ঝাড়খণ্ডের পর এবার প্রশ্নফাঁসের জাল মহারাষ্ট্রেও। মহারাষ্ট্রের নানদেড় থেকে এটিএসের হাতে পাকড়াও ২ শিক্ষক। এই ২ শিক্ষকের একজন লাতুর ও অন্যজন সোলাপুরের জেলা পরিষদ স্কুলে কর্মরত ছিলেন। ২ শিক্ষকই লাতুরে নিজস্ব কোচিং সেন্টারে পড়ুয়াদের জেইই ও নিটের প্রশিক্ষণ দিতেন। এই ২ শিক্ষককে জিজ্ঞাসাবাদ করে তথ্য বার করার চেষ্টা চালাচ্ছে এটিএস। এর আগে প্রশ্নফাঁস কাণ্ডে বিহার থেকে ১৩ জন ও ঝাড়খণ্ডের দেওঘর থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছিল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে