নয়াদিল্লি: পরীক্ষা কেলেঙ্কারি নিয়ে অধিবেশনের প্রথম দিনই উত্তাল হয়েছে সংসদ। মঙ্গলবারও চাপানউতোর টের পাওয়া যাচ্ছে। তবে পরীক্ষা দুর্নীতি নয়, স্পিকার নির্বাচন ঘিরে বিজেপি নেতৃত্বাধীন NDA এবং বিরোধী শিবির I.N.D.I.A জোটের মধ্যে টানাপোড়েন চলছে। স্পিকার পদে বিরোধীদের সমর্থন চাইলেও, ডেপুটি স্পিকার পদটি বিরোধীদের দেওয়া নিয়ে কেন্দ্র উচ্চবাচ্য করছে না বলে অভিযোগ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। (Lok Sabha Speaker Election)


এবারে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। স্পিকার নির্বাচনের ক্ষেত্রে তাই বিরোধীদের সমর্থন চাইছে তারা। এব্যাপারে রাজনাথ সিংহ মধ্যস্থতাকারীর ভূমিকা অবতীর্ণ হয়েছেন। এখনও পর্যন্ত যা খবর ওম বিড়লাই ফের লোকসভার স্পিকার হতে পারেন। এ ব্যাপারে বিরোধীদের সমর্থন চাইলেও, বিরোধীদের দাবিকে কেন্দ্র গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ। (Rahul Slams Modi)


মঙ্গলবার এ নিয়ে সংবাদমাধ্যমে মুখ খোলেন রাহুল। তিনি বলেন, "রাজনাথ সিংহ মল্লিকার্জুন খড়্গেকে ফোন করেছিলেন। সকলের সঙ্গে কথা বলে, সকলের মতামত নিয়ে বিরোধীরা সাফ জানিয়েছেন, স্পিকার হিসেবে কেন্দ্রের প্রার্থীকে সমর্থন করা হবে। কিন্তু ডেপুটি স্পিকার পদে বিরোধী শিবির থেকে কাউকে বসাতে হবে। কালসন্ধেয় ফোন করেছিলেন রাজনাথ। বলেছিলেন, আলোচনা করে ফের ফোন করবেন। এখনও পর্যন্ত সেই ফোন আসেনি।"



গোটার দেশের সামনে বিরোধীদের গঠনমূলক সহযোগিতা প্রার্থনা করলেও, মোদি ভিতরে ভিতরে অন্য ছক কষছেন বলে অভিযোগ করেন রাহুল। তাঁর কথায়, "মোদিজি গঠনমূলক সহযোগিতার কথা বলছেন। আর তার পর আমাদের নেতাকে অপমান করছেন। ওঁদের অভিসন্ধি ভাল নয়। "


আরও পড়়ুন: NEET UG Paper Leak Case:NEET-UG প্রশ্নফাঁসকাণ্ডে আরও গ্রেফতার, মহারাষ্ট্রের লাতুর থেকে ধৃত ২ শিক্ষক


বিরোধীরা পরিষ্কার বলেছে, রাজনাথ সিংহ খড়্গে ফোনকরেছিলেন। তিনি বলেন, আমাদের স্পিকারকে সমর্থন করুন। বিরোধীরা সকলে বলছে, সবার সঙ্গে কথা হয়েছে, স্পিকার কে সনর্থন করব, কিন্তু ডেপুটি স্পিকারকে দিতে হবে। রাজনাথ সিংহ কাল সন্ধেয় বলেছিলেন, আবার ফোন করবেন খড্গেকে। এখনও ফোন করেননি। তাই মোদিজি বলছেন গঠনমূলক রসহযোগিতার কথা। তার আমাদের অপমান করছেন। অভিসন্ধি ভাল নয়। নরেন্দ্র মোদি বলেন এক, আর করেন এক। বরাবর এটাই ওঁর কৌশল। সহযোগিতা চাই, একযোগে কাজ করতে হবে বলছেন মুখে। কিন্তু ভিতরে ভিতরে অন্য কাজ করছেন। গোটা দেশ জানে, প্রধানমন্ত্রীর কথার কোনও দাম নেই। কিন্তু ওঁদের এবার অবস্থান পাল্টাতেই হবে।"



এ ব্যাপারে কংগ্রেসের সঙ্গে একমত I.N.D.I.A জোটের শরিক সমাজবাদী পার্টিও। দলের সাংসদ অখিলেশ যাদব বলেন, "এক এক করে সব সামনে আসবে। ডেপুটি স্পিকার চেয়েছেন বিরোধীরা। আমাদের দলেরও একই মত।" তৃণমূলের তরফেও ডেপুটি স্পিকার পদটি বিরোধীদের দেওয়ার দাবি তোলা হয়েছে। নিজেদের স্পিকার প্রার্থীর পক্ষে সমর্থন চেয়ে DMK নেতা এমকে স্ট্যালিন, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেছে বিজেপি। NDA শরিক সংযুক্ত জনতা দল, তেলুগু দেশম পার্টির সঙ্গেও কথা চলছে তাদের।


আগামী কাল স্পিকার নির্বাচন। এযাবৎকালীন সর্বসম্মতিতেই লোকসভার স্পিকার নির্বাচিত করা হয়েছে। এবারে বিরোধীরাও প্রার্থী দিলে এবারই প্রথম স্পিকার নির্বাচনে টক্কর হবে। ২০১৪ সালের আগে পর্যন্ত সংসদীয় রীতি অনুযায়ী ডেপুটি স্পিকারের পদটি বিরোধীদেরই প্রাপ্য ছিল। কিন্তু ২০১৪ শরিক AIADMK-র এম তাম্বিকে ডেপুটি স্পিকার নিযুক্ত করে বিজেপি। ২০১৯ সালে পদটি ফাঁকা রাখা হয়েছিল। সেই নিয়ে এবার চাপ বাড়াচ্ছে বিরোধীরা।