মৃত্যুঞ্জয় সিং, মুম্বই: NEET-UG প্রশ্নফাঁসকাণ্ডে আরও গ্রেফতার। মহারাষ্ট্রের ( NEET UG Paper Leak Case In Maharashtra) লাতুর থেকে এখনও পর্যন্ত ২ শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। জলিল খান পাঠান, সঞ্জয় যাদবকে গ্রেফতার করল মহারাষ্ট্র এটিএস। ৩ শিক্ষক-সহ ৪ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা। NEET-UG প্রশ্নফাঁসকাণ্ডে তদন্তে গুজরাতের গোধরায় গেল CBI। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে শুরু তদন্ত। IPC ৪২০ ও ১২০(বি) ধারায় মামলা রুজু, পাটনাতেও CBI টিম। 'কেউ যেন বাদ না যায়, সব অভিযোগের তদন্ত করতে হবে', নির্দেশ দিয়েছে শিক্ষামন্ত্রক, খবর সূত্রে।
বিস্তারিত...
নিট-প্রশ্নফাঁস তদন্তে এদিন গুজরাতের গোধরায় পৌঁছয় সিবিআই। তাঁদের হাতে এক হাজার পাতার ফাইল তুলে দেওয়ার কথা পুলিশের। সূত্রের খবর, গোধরার জয় জলারাম স্কুলেও যেতে পারেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। অন্য দিকে, মহারাষ্ট্রে যে ২ শিক্ষককে গ্রেফতার করা হয়েছে, সেই জলিল খান পাঠান এবং সঞ্জয় তুকারাম যাদবকে একপ্রস্ত জিজ্ঞাসাবাদের পর রবিবার সকালে ছেড়ে দেওয়া হয়। কিন্তু পরে তাঁদের গ্রেফতার করা হয়। সঙ্গে গ্রেফতার করা হয় আরও দুজনকে। নাম? ইরান্না মাশানজি কোনগালওয়ার এবং গঙ্গাধর। এঁদের মধ্যে ইরান্না মহারাষ্ট্রেরই ধারাসিভ জেলার বাসিন্দা, গঙ্গাধর থাকেন দিল্লিতে।
গোপন সূত্রে এটিএসের কাছে খবর গিয়েছিল, প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন জলিল খান পাঠান এবং সঞ্জয় যাদব। সেই তথ্যের ভিত্তিতেই তাঁদের বাড়িতে অভিযান চালানো হয়। সেই তদন্তে উঠে আসে, যাদব সম্ভবত হল টিকিট সংক্রান্ত তথ্য কোনগালওয়ারাের কাছে পাঠিয়েছিলেন। তিনি আবার সেই তথ্য দিল্লিতে গঙ্গাধরের কাছে পাঠান। এই গঙ্গাধরকেই গোটা চক্রের মাস্টারমাইন্ড বলে মনে করা হচ্ছে। লাতুর ডেপুটি পুলিশ কমিশনারের নেতৃত্বে মামলাটির তদন্ত করতে একটি এসআইটি তৈরি করা হয়।
নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঘিরে ব্যাপক পড়ুয়া-বিক্ষোভের সাক্ষী থেকেছে এই রাজ্য়। তুমুল প্রতিবাদের মধ্যে এই ঘটনার তদন্তভার নেয় সিবিআই, রুজু হয় এফআইআর-ও। গুজরাত এবং বিহারে বিশেষ টিম পাঠানো হয়েছে। এই রাজ্যগুলিতেও প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলা রুজু করা হয়েছে। প্রসঙ্গত, বিহারে তদন্তে গিয়ে আক্রমণের মুখে পড়েন সিবিআই আধিকারিকরা। সেই ঘটনা নিয়েও একপ্রস্ত হইচই হয়েছে।
আরও পড়ুন:আজ দিনভর মেঘলা আকাশে কতটা বৃষ্টির সম্ভাবনা মহানগরে? ছাতা কি লাগবে?