নয়া দিল্লি : পশ্চিমবঙ্গ হোক বা মহারাষ্ট্র, দেশের বিভিন্ন রাজ্যে একাধিক আর্থিক তছরুপ অভিযোগের তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক চক্রান্ত করে তাদের হেনস্থা করতে বিভিন্ন এজেন্সিকে কাজে লাগাচ্ছে কেন্দ্র। বিশেষ করে উঠে আসছে ইডি-সিবিআইয়ের কথা। এই অভিযোগে সরব কার্যত সব বিরোধীই । এবার সেই ইস্যুতেই একযোগে বিরোধীদের বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।


মোদির-খোঁচা-


তিনি খোঁচা দিয়ে বললেন, "গণতন্ত্রে সমালোচনা দরকার। কিন্তু গত ৯ বছর ধরে শুধুই অভিযোগ আর অভিযোগ বিরোধীদের। ভোটে হারলে ইভিএমের দোষ। এজেন্সিকে গালাগালি, এমনকী সেনাকেও অপমান করেছে। তবে, ইডি-কে ধন্যবাদ জানানো দরকার বিরোধীদের। কারণ ইডি-ই বিরোধীদের একমঞ্চে এনেছে। ভোটাররা যা করতে পারেননি, ইডি তাই করে দেখিয়েছে।"


নিয়োগ দুর্নীতি মামলা (Recruitment Scam Case) হোক, ব্যাঙ্ক প্রতারণা বা বেআইনি লেনদেনের অভিযোগ...একাধিক ইস্যুতে রাজ্যে তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা ইডি। তাদের তদন্তে উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। আজও নগর দায়রা আদালতে মানিক ভট্টাচার্যর জামিনের বিরোধিতায় বিস্ফোরক দাবি করেছে ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি করেছে, বেসরকারি বিএড কলেজ, ডিএলএড কলেজ ও শিক্ষক প্রশিক্ষণ সংস্থাকে অনুমোদন ও NOC পাইয়ে দিতে লক্ষ লক্ষ টাকা নিতেন পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্য। তৎকালীন শিক্ষামন্ত্রীর ক্ষেত্রে টাকার অঙ্কটা ছিল ৬-৮ লক্ষ টাকা। প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য ২-৫ লক্ষ টাকা নিতেন। ইডি-র দাবি, পার্থর ক্ষেত্রে তাঁর ঠিক করা কোনও লোকের হাতে নগদ টাকা তুলে দেওয়া হত। এহেন একের পর এক তথ্য সামনে আনছে ইডি। 


যদিও ইডি-র তদন্ত প্রক্রিয়া নিয়ে বারবার নিরপেক্ষহীনতার অভিযোগ তুলেছে বিরোধীরা। তাদের অভিযোগ, বিরোধীদের ক্ষেত্রে যতটা সক্রিয়তা দেখা যাচ্ছে এই সংস্থার তদন্তে, বিজেপির কোনও নেতা বা জনপ্রতিনিধির বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলে তাতে সেইমতো সক্রিয়তা দেখা যাচ্ছে না। কেন্দ্রের ইশারায় চলছে সংস্থা। অন্যান্য রাজ্যেও রাজনৈতিক ফয়দা লোটার জন্য ইডি-কে ব্যবহারের অভিযোগ উঠেছে বিরোধীদের তরফে। এই পরিস্থিতিতে কমবেশি অধিকাংশ বিরোধী রাজনৈতিক দলই ইডি-কে নিয়ে অসন্তুষ্ট। যা নিয়ে এবার সুর চড়ালেন স্বয়ং প্রধানমন্ত্রীই। 


আরও পড়ুন ; "ওই সময়ে দেশে সব থেকে বড় দুর্নীতি হয়েছে", আদানি-প্রসঙ্গ এড়িয়ে UPA সরকারকে বিঁধলেন মোদি