Loksabha Poll 2024 : মার্চের দ্বিতীয় সপ্তাহেই লোকসভা ভোটের দিন ঘোষণা?

Loksabha Poll 2024 Date : মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহেই আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে চলেছে বলে জাতীয় নির্বাচন কমিশন সূত্রের খবর।

Continues below advertisement

কলকাতা : মার্চের দ্বিতীয় সপ্তাহেই লোকসভা ভোটের ( Loksabha Poll 2024 Date ) দিন ঘোষণা? সূত্রের খবর, মার্চের প্রথম সপ্তাহেই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ১০ মার্চের মধ্যেই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা রয়েছে। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা এখনও হয়নি। তবে প্রত্যেকটি রাজনৈতিক দল, নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। যুযুধান দলগুলির নির্বাচনী রণকৌশল কী হবে - তা নিয়েও চলছে চর্চা।

Continues below advertisement

এরই মধ্যে রাজ্যে আসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মার্চ মাসের প্রথম সপ্তাহেই আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এমনটাই নির্বাচন কমিশন সূত্রের খবর। শুধু তাই নয় মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহেই আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে চলেছে বলে জাতীয় নির্বাচন কমিশন সূত্রের খবর।

এখনও পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন সূত্রে যা খবর, সেই অনুপাতে মার্চ মাসের ১০ তারিখের মধ্যেই আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতে পারে।  ২০১৯ সালে লোকসভা নির্বাচন শুরু হয়েছিল ১১ এপ্রিল। সাত দফায় ভোটগ্রহণ হয়েছিল। ১৯ মে ভোট প্রক্রিয়া শেষ হয়। ফাল সামনে আসে ২৩ মে। এরই মধ্যে একটি আনুমানিক দিন সামনে এসেছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)র তরফে  প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল,  ১৬ এপ্রিল লোকসভা নির্বাচনের তারিখ ধরে প্রস্তুত থাকতে। তবে এই দিনটি শুধুই একটি 'রেফারেন্স'। 

লোকসভা ভোটের চূড়ান্ত দিনক্ষণ এখনও জানা যায়নি। কিন্তু, তার আগেই কে কত আসনে জিতবে, তা নিয়ে চলছে জোর তরজা। এরই মধ্যে ২০২৪ এর ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করে দিয়েছেন নরেন্দ্র মোদি। শুধু হ্যাটট্রিকের দাবিই করে থামেননি, সেই সঙ্গে বলে দিয়েছেন NDA কতগুলো আসন পাবে, বিজেপি এককভাবে কতগুলো আসন পাবে।  আগাম বলে দেন নরেন্দ্র মোদি। তিনি দাবি করেন, শুধু ভারতীয় জনতা পার্টি ৩৭০ আসন পাবে, আর NDA ৪০০ পার করবেই। 

আরও পড়ুন :

মমতার আগেই দিল্লিতে বিরোধী দলনেতা, শাহ-সাক্ষাতে আজ কী কথা শুভেন্দুর ? 

ভারতে মোট ভোটার প্রায় ৯৫ কোটি। তাঁরাই বেছে নেবেন তাঁদের প্রতিনিধিকে। পাঠাবেন দিল্লির দরবারে।  এখনও পর্যন্ত লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। বিরোধীদের আসন সমঝোতা কী হবে, তাও এখনও চূড়ান্ত নয়। এর মধ্যে রাজনৈতিক ঘটনাপ্রবাহ, কোন পথে এগোয়, বিভিন্ন দলের হেভিওয়েট তারকারা, প্রচারে কীভাবে ঝড় তোলেন, তারওপর অনেকখানি নির্ভর করে থাকবে, ভোটের ফলাফল। তাই লোকসভা ভোটে কী হয়, কে জেতে, কে হারে, কে কতগুলো আসন পাবে - তা জানতে অপেক্ষা করতে হবে, ভোটের ফল ঘোষণা অবধি।  

Continues below advertisement
Sponsored Links by Taboola