নয়াদিল্লি : তীব্র গরম থেকে এখনও স্বস্তি নেই। গলদঘর্ম হয়ে কার্যত নাজেহাল হয়ে যাচ্ছে রাজ্যবাসী। বৃষ্টিরও দেখা নেই। বাইরে বের হওয়াই কার্যত দুষ্কর হয়ে গিয়েছে। ঘামে জামা-কাপড় ভিজে নাস্তানাবুদ হতে হচ্ছে। এই পরিস্থিতিতে সোমবারই ভারতের আবহাওয়া বিভাগ থেকে বলা হল, দেশে সবথেকে দীর্ঘ তাপপ্রবাহ চলছে। শুধু তা-ই নয়, আগামীদিনে অসহনীয় তাপমাত্রার (Temperature) মুখে পড়তে হবে মানুষকে। মে-র মাঝামাঝি থেকে উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ তাপপ্রবাহের কবলে। তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাপিয়ে যাচ্ছে। India Heatwave Longest Ever
এক সাক্ষাৎকারে Indian Express Daily-কে IMD-র প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র বলছেন, 'সবথেকে দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ চলছে। কারণ, দেশের বিভিন্ন প্রান্তে প্রায় ২৪ দিন ধরে তাপপ্রবাহ দেখা যাচ্ছে।' চলতি সপ্তাহেই বর্ষার বৃষ্টি দেশের উত্তর প্রান্তে এগিয়ে আসায় পারদের মাত্রা কমতে পারে বলে আশা করা হচ্ছে। যদিও, পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করছেন মৃত্যুঞ্জয় মহাপাত্র। তিনি বলেন, 'যদি আগাম কোনও ব্যবস্থা না নেওয়া হয় তাহলে প্রায়ই তাপপ্রবাহ দেখা যাবে। যা হবে স্থিতিশীল এবং তীব্র।'
তিনি আরও বলছেন, 'মানুষের কার্যকলাপ, বাড়তে থাকা জনসংখ্যা, শিল্পায়ন ও পরিবহনের জেরে ক্রমাগত কার্বন-ডাই অক্সাইড, মিথেন ও ক্লোরোকার্বন বাড়ছে। আমরা শুধুমাত্র নিজেদেরই বিপদে ফেলছি না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও বিপদে ফেলছি।'
বঙ্গের আবহাওয়া-
উত্তরবঙ্গে বর্ষা এলেও দক্ষিণবঙ্গে এখনও থমকে। তাই উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টি হলেও, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে আজ তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এমন জ্বালাপোড়া গরম থাকবে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও তাপমাত্রার হেরফের হবে না। অন্যদিকে, মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তরবঙ্গের বাকি ৫ জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের ছবিটা চলতি সপ্তাহেই স্পষ্ট হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের মতে উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গেলেও দক্ষিণবঙ্গে কবে ঢুকবে সেটা এখনই বলা যাচ্ছে না। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে সেই ছবিটা পরিষ্কার হবে বৃহস্পতিবারের পর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।