ওয়াশিংটন: ভারতে ব্যাপক হারে নোভেল করোনাভাইরাস সংক্রমণ ছড়ানোর আগে প্রচুর লোকলস্কর নিয়ে গুজরাত সফর করে গিয়েছেন। মাঝেমধ্যেই প্রধানমন্ত্রীয় নরেন্দ্র মোদিকে ‘বিশেষ বন্ধু’ বলে প্রকাশ্যে উল্লেখ করে তাঁর প্রশংসাও করেন। কিন্তু সেই ডোনাল্ড ট্রাম্পই ভারতের বায়ুদূষণ নিয়ে প্রকাশ্যে যা মুখে এল, তাই বলে দিলেন! আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষ্যে এনবিসির ক্রিস্টেন ওয়েলকারের সঞ্চালনায় হওয়া চূড়ান্ত বিতর্কে ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বিডেনের বক্তব্যের জবাব দিতে গিয়ে ট্রাম্প বললেন, চিনের দিকে তাকান। কী নোংরা। রাশিয়ার দিকে তাকান।ভারতকে দেখুন। কী নোংরা। দূষিত বাতাস। কার্যত মোদির নেতৃত্বে যে স্বচ্ছ ভারত অভিযান চলছে, তার কার্যকারিতা নিয়েই প্রশ্ন তোলেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলছিলেন বাতাসে কার্বন নিষ্ক্রমণ, জলবায়ু বদল নিয়ে। তখনই চিন, রাশিয়ার সঙ্গে ভারতকে একাসনে বসিয়ে এদেশের বায়ুদূষণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর জমানায় আমেরিকায় গত ৩৫ বছরে আমেরিকায় বায়ুদূষণের মাত্রা সবচেয়ে কম বলেও দাবি করেন ট্রাম্প। বলেন, প্যারিস চুক্তি থেকে আমি দেশকে সরিয়ে নিই কেননা অজস্র ডলার জলের মতো আমাদের খরচ করতে হোত, কিন্তু আমাদের সঙ্গে খুব অন্যায় আচরণ করা হয়েছে। আমাদের ব্যবসা কেড়ে নেওয়া হচ্ছিল। অতীতেও ট্রাম্প দাবি করেছেন, প্যারিস চুক্তির ফলে ভারত ও চিনের লাভ হয়েছে এবং সেজন্যই তিনি ওই চুক্তি ছাড়েন। ভারত তার বিরোধিতা করে। কিন্তু তখনও ভারত, চিন বা রাশিয়া সম্পর্কে নোংরা শব্দটা প্রয়োগ করেননি তিনি। আগের বিতর্কে নোভেল ভাইরাস সংক্রমণে মৃত্যু নিয়ে ভারত, চিন ও রাশিয়া সঠিক তথ্য দেয়নি বলেও অভিযোগ করেছিলেন ট্রাম্প।
অভিবাসন, বর্ণবৈষম্য, স্বাস্থ্য পরিষেবা, বিদেশনীতি নিয়েও বিতর্ক হয় বিডেন, ট্রাম্পের। প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বরের প্রথম বিতর্কে তাঁরা পরস্পরকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেছিলেন। সেই তুলনায় শেষ বিতর্কে খানিকটা ভদ্রতা, শিষ্ঠাচার বজায় রাখেন দুজনেই। কিন্তু দুর্নীতি, পরস্পরের সততা, দায়বদ্ধতা নিয়ে তোপ দাগেন উভয়েই।
এদিকে ট্রাম্প যেভাবে ভারতের বায়ুদূষণ সম্পর্কে ‘নোংরা’ বলে কটাক্ষ করেছেন, তার নিন্দা করে কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করে কংগ্রেস নেতা কপিল সিবালের খোঁচা, এটা হাউডি মোদি অনুষ্ঠানেরই ফল! তিনি লিখেছেন, ট্রাম্প-বন্ধুত্বের ফল ১, ভারতের কোভিড মৃত্যু নিয়ে প্রশ্ন তুললেন, ২. বলেছেন, ভারত বাতাসে ময়লা ভর্তি করে, ভারতের বাতাস নোংরা! ৩. ভারতকে ‘শুল্ক সম্রাট’ বলেছেন।
ভারতের বাতাস ‘নোংরা’! চূড়ান্ত প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্কে ট্রাম্প, হাউডি মোদি-র এই পরিণতি! কটাক্ষ কংগ্রেসের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Oct 2020 02:40 PM (IST)
মার্কিন প্রেসিডেন্ট বলছিলেন বাতাসে কার্বন নিষ্ক্রমণ, জলবায়ু বদল নিয়ে। তখনই চিন, রাশিয়ার সঙ্গে ভারতকে একাসনে বসিয়ে এদেশের বায়ুদূষণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর জমানায় আমেরিকায় গত ৩৫ বছরে আমেরিকায় বায়ুদূষণের মাত্রা সবচেয়ে কম বলেও দাবি করেন ট্রাম্প।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -