টুইটারে একজন এই ছবি নিয়ে প্রশ্ন তোলেন, বলেন, শাহরুখের চরিত্রে অসংখ্য দোষ আছে। মজা করে রাজ সিমরনকে মিথ্যে বলে যে সে তাকে ধর্ষণ করেছে। প্রকাশ্যে তার জামা টেনে ছিঁড়ে দেয়, মজা করে হলেও কে জনসমক্ষে এক মহিলার জামা ধরে ওভাবে টানে? তাকে নাচতে বাধ্য করে, তার গায়ে হাত দেয়, পিঠ স্পর্শ করে। কেন মেয়েরা এমন বিরক্তিকর লোকের প্রেমে পড়বে?
স্বরা ভাস্কর একমত হয়ে লেখেন, দুঃখজনক হলেও আপনি ঠিক.. রাজ যা যা করেছে.. এটাই বলিউডের শক্তি, তাই না? পিছু ধাওয়াকে তা রোমান্টিক করে তোলে। আমরা সবাই এটা থেকে প্রভাবিত- কখনও নস্টালজিয়া, কখনও অন্য কিছু। আমাদের সবার শিক্ষালাভ করা উচিত, নিজেকে পাল্টানো উচিত।
স্বরা নিজেও রঞ্ঝানা ছবিতে অভিনয় করেন, যা অনুসরণ করাকে তুলে ধরেছে। অভয় দেওলও ছবিটিতে ছিলেন, যদিও তিনি নিজেই রঞ্ঝানা-র সমালোচনা করেন পিছু ধাওয়াকে প্রমোট করার জন্য।