কলকাতা: ভারতে করোনার প্রতিষেধক কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হচ্ছে। ভারতে ওই ভ্যাকসিনের পরীক্ষার দায়িত্বে রয়েছে ভারত বায়োটেক। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, ভারত বায়োটেককে ট্রায়াল শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হবে।
অন্যদিকে, সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশ সূত্রে খবর, ভারতে স্পুটনিক ভি ভ্যাকসিনের পরীক্ষাও শুরু হতে চলেছে। ১০০ জন স্বেচ্ছাসেবকের ওপর রাশিয়ার তৈরি ওই ভ্যাকসিনের পরীক্ষা চালানো হবে।
দেশে করোনায় দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমেছে । তবে উদ্বেগ বাড়িয়ে কমেছে দৈনিক সুস্থতার সংখ্যা। ভারতে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ১৭ হাজার ৩০৬ জনের। মোট আক্রান্ত ৭৭ লক্ষ ৬১ হাজার ৩১২। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৯০ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৭০২। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪ হাজার ৩৬৬। গতকাল দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল ৫৫ হাজার ৮৩৮।
ভারতে কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু নভেম্বর মাসেই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Oct 2020 12:33 PM (IST)
ভারতে স্পুটনিক ভি ভ্যাকসিনের পরীক্ষাও শুরু হতে চলেছে। ১০০ জন স্বেচ্ছাসেবকের ওপর রাশিয়ার তৈরি ওই ভ্যাকসিনের পরীক্ষা চালানো হবে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -