নয়া দিল্লি: জনপ্রিয় চকোলেটের মোড়কে রয়েছে জগন্নাথ দেবের একটি ছবি। যা নিয়ে রীতিমতো অভিযোগের ঝড় উঠেছে সোশাল মিডিয়ায়। হিন্দু দেবদেবীর ছবি কেন ব্যবহার করা হয়েছে এই অভিযোগে প্রতিবাদ মুখর হয় সামাজিক মাধ্যম। মাল্টিন্যাশনাল কোম্পানি নেসলের একটি চকোলেটের প্যাকেটের ওপর এই ছবি ঘিরে বিতর্ক বাড়তেই তড়িঘড়ি ক্ষমা চায় ওই সংস্থা।                           

  


তাঁদের টুইটার হ্যান্ডেল থেকে ঘটনাটির জন্য ক্ষমা চেয়ে জানিয়েছে যে এই ভুল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। কোনও কারণে কেউ এই ঘটনায় আঘাত পেয়ে থাকলে তার জন্য সংস্থা ক্ষমাপ্রার্থী। তারা এটাও আশ্বাস দিয়েছে তারা সমস্ত প্রোডাক্ট বাজার থেকে প্রত্যাহার করে নেবে।                                 



এখন প্রশ্ন হল, চকোলেটের প্যাকেটে জগন্নাথের ছবি নিয়ে কেন উত্তাল হল সোশাল মিডিয়া? অভিযোগ, চকোলেট খাওয়ার পর এর মোড়ক সাধারণত ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। কিন্তু এই র‍্যাপারে রয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার ছবি। তাই এই মোড়ক অন্যত্র ফেলে দেওয়া মানে ধর্মীয় ভাবাবেগে আঘাত। অনেক নেটিজেনদের মন্তব্য, এটা হিন্দুদের বিশ্বাসের অপমান। ভারতবর্ষের জন্য লজ্জাজনক। 



যদিও এর উত্তরে নেসলের তরফে জানান হয়, স্থানীয় গন্তব্যের সৌন্দর্য উদযাপন করার উদ্দেশ্যে এমন ভাবনা ছিল।  গত বছর ওড়িশার ঐতিহ্য পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মোড়ক এর ছবিটি সরকার এর পর্যটন সাইট থেকে নেওয়া হয়েছে। শিল্প ও শিল্পীদের উৎসাহিত করতেই এই কাজ। তাঁদের তরফে বলা হয়েছে, "আমরা ভুলবশত যদি কাউকে আঘাত দিয়ে থাকি তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।পরের বার থেকে এইসব জিনিস গুলো আমরা মাথায় রেখে কাজ করব।"