কলকাতা: এখনও বাঙালির কাছে অন্যতম সেরা অভিনেতা বলতে সৌমিত্র চট্টোপাধ্যায়কেই (Soumitra Chatterjee) বোঝায়। তাঁর জন্মদিনে তাই সোশ্যাল মিডিয়া জুড়ে শুভেচ্ছার বন্যা। তাঁকে স্মরণ করেই একাধিক তারকার পোস্ট। সকাল সকাল পোস্ট করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও (Prosenjit Chatterjee)।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে 'বেলাশেষে' ও 'বেলাশুরু' ছবিতে অভিনয় করেছেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee)। এদিন কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়কে স্মরণ করে পোস্ট করলেন অনিন্দ্যও। শ্যুটিংয়ের ফাঁকে তোলা দুটো ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, 'বেলাশেষে থেকে বেলাশুরু । আপনার সান্নিধ্য কোনোদিন ভুলবো না । যেখানেই থাকুন ভালো থাকুন চ্যাটার্জী সাহেব।' (অপরিবর্তিত)
বাংলা সিনেমা ও অভিনয় জগতের সঙ্গে জড়িত সকলের মতেই সৌমিত্র বাবু ছিলেন আস্ত প্রতিষ্ঠান। তাঁর সান্নিধ্যে যাঁরাই এসেছেন, সকলের নিজেদের ধন্য মনে করেন। তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরেও তাঁর জন্মদিনে সোশ্যাল মিডিয়া (Social Media) উপচে পড়ে শ্রদ্ধায়, ভালবাসায়।