'লাভ জিহাদ' রোধে আইন আনার ভাবনাকে তুলোধনা করে ট্যুইটে প্রবীণ কংগ্রেস নেতা লেখেন, বিষয়টি এক্কেবারে সংবিধানকে অমান্য করা। উত্তরপ্রদেশ ও হরিয়ানা সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে "লাভ জিহাদ" রুখতে আইন আনার বিষয়ে চিন্তাভাবনা করা চলছে। প্রশাসন চাইছে, বল প্রয়োগ, জালিয়াতি, প্রলোভন বা উস্কানি দিয়ে যদি বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করানো হয়, তবে তার জন্য পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। মধ্যপ্রদেশেও ১৯৬৮ সালের ধর্মের স্বাধীনতা আইনের জায়গায় Madhya Pradesh Dharm Swatantrey (freedom of religion) Bill, 2020 আনার প্রস্তাব দেওয়া হয়েছে। যেখানে, জোর করে ধর্ম পরিবর্তন করে বিয়ের অভিযোগে, ওয়ারেন্ট ছাড়াই অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে পুলিশ ও আদালতের অনুমতি ছাড়াই তদন্ত শুরু করতে পারে। আর এই গ্রেফতারি হবে জামিন অযোগ্য। এই পরিস্থিতিতেই রাজস্থানের মুখ্যমন্ত্রীর এই ট্যুইট। Love Jihad: 'লাভ জিহাদ বলে কিছু নেই, এই নিয়ে আইন করা বিজেপির বিভেদ সৃষ্টি করার চাল', ট্যুইটে তোপ দাগলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Nov 2020 08:01 PM (IST)
' বিয়ে ব্যক্তিগত স্বাধীনতার বিষয়, এই সিদ্ধান্তে হস্তক্ষেপ করার অধিকার কারও নেই। এটি রোধে কোনও আইন আনা যায় না। প্রেমের মধ্যে আবার জিহাদ কীসের? কারও ব্যক্তি স্বাধীনতা এভাবে কেড়ে নেওয়া যায় না। '
জয়পুর: দেশভাগ করার জন্য বিজেপির সৃষ্ট একটা ধারণা, লাভ জিহাদ বলে কিস্যু নেই। শুক্রবার দাবি করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। গেরুয়া শিবিরের বিরুদ্ধে তোপ দেগে প্রবীণ কংগ্রেস নেতা বলেন, তারা ইচ্ছাকৃত সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার জন্য এই ধারণা প্রচার করে। তিনি আরও বলেন, 'বিয়ে ব্যক্তিগত স্বাধীনতার বিষয়, এই সিদ্ধান্তে হস্তক্ষেপ করার অধিকার কারও নেই। এটি রোধে কোনও আইন আনা যায় না। প্রেমের মধ্যে আবার জিহাদ কীসের? কারও ব্যক্তি স্বাধীনতা এভাবে কেড়ে নেওয়া যায় না। ' লাভ জিহাদ নিয়ে একের পর এক ট্যুইটে গহলৌত লেখেন, গেরুয়া শিবির দেশে এমন একটি পরিবেশ তৈরি করছে যেখানে প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের বিয়ে নিয়ে সিদ্ধান্ত নিতে গেলে রাষ্ট্রের অনুমতির অপেক্ষা করতে হবে!