কলকাতা: ছট পুজোতেও শাসক-বিরোধী তরজা অব্যাহত। আগামী বিধানসভা নির্বাচনে বঙ্গ জয়ের স্বপ্ন দেখছে বিজেপি। নিজে এসে আদা জল খেয়ে দলীয় নেতা কর্মীদের মাঠে নেমে পড়তে বলেছেন প্রাক্তন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।


রাজ্যে পাঠিয়েছেন বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতাকে। এই অবস্থায় ছট পুজো অভিবাদনে গিয়ে নাম না করে বিজেপিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


তক্তাঘাটে ছট পুজো অভিবাদনে গিয়ে নাম না করে বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ভোটের সময় অনেকে বাইরে থেকে এসে বড় বড় কথা বলে চলে যান। আমরা সারা বছর মানুষের পাশে থাকি। যে কোনও উৎসবে আমরা মানুষের সঙ্গে থাকি।


পাল্টা খিদিরপুরে ভূকৈলাসে ছট পুজোর অভিবাদনে গিয়ে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। বলেন, বিহারীদের বাহারি বলা হচ্ছে। আগামী নির্বাচনে তারাই জবাব দিতে পারবে কারা বাহারী কারা এখানকার।


রাজ্য সরকারের ছট পুজো আয়োজনে সম্পর্ণ ব্যর্থ বলেও এদিন সাংবাদিক বৈঠক থেকে অভিযোগ করেন বিজেপি রাজ্য সভাপতি। বলেন, ছট পুজো আয়োজনে রাজ্য সরকার ব্যর্থ। বিকল্প কোনও ব্যবস্থা করেনি।


পাল্টা রাজ্য সরকার ছট পুজো আয়োজনে কী কী ব্যাবস্থা নিয়েছে তা ধইঘাটে ছট পুজোয় গিয়ে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন, এখন আগের মত উতসব পালন করা হচ্ছে না। কোর্টের নির্দেশ মেনে চলুন। ছট পুজোর জন্য পনেরোশো পুকুর ঠিক করা হয়েছে।


শুধুমাত্র খিদিরপুরের ভূকৈলাস নয় বাবুঘাটেও ছট পুজো অভিবাদনে গিয়েছিলেন দিলীপ ঘোষ।