নয়াদিল্লি: নোংরা ও নিম্নমানের ঘরদোর এবং পোকা-মাকড়ে ভর্তি অখাদ্য তাঁদের জন্য রাখা হয়েছে। লখনউয়ে কিং জর্জেস মেডিক্যাল ইউনিভার্সিটি-র কোভিড ওয়ার্ডে কর্মরত চিকিৎসকরা এমনই মারাত্মক অভিযোগ জানালেন।


করোনা মহামারীতে যাঁরা দিন-রাত লড়াই করছেন মানুষের প্রাণ বাঁচাতে, তাঁদের থাকা-খাওয়ার এমন ব্যবস্থা কেন রয়েছে, সেই জোরালো প্রশ্ন তুলে ডাক্তাররা ইউনিভার্সিটির রেসিডেন্ট ডক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাধ্যমে কড়া চিঠি দিয়েছেন ভাইস চ্যান্সেলরকে।


তাঁরা লিখেছেন,ঠকেজিএমইউ কর্তৃপক্ষ অবশ্য চিঠি পেয়ে চিকিৎসকদের পাশেই থাকতে চেয়েছে। কেন ডাক্তারদের থাকা-খাওয়ার এমন নিম্ন মানের ব্যবস্থা করা হয়েছে সে ব্যাপারে তাঁরা অনুসন্ধান করছেন। সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে বিষয়টি নিয়ে।


আরডিব্লুএ-র সাধারণ সম্পাদক ডঃ সৌরভ শ্রীবাস্তব জানিয়েছেন, ডাক্তাররা যে অভিযোগপত্র জমা দেন, তার সঙ্গে তাঁরা খাবারের মধ্যে থাকা পোকা-মাকড়ের ছবিও তুলে পাঠান। ছবিগুলি পরে ভাইরাল হয় এবং মানুষ সোশ্যাল মিডিয়ায় তুলোধোনা করে হাসপাতাল কর্তৃপক্ষকে।


তিনি বলেন, করোনা যুদ্ধে যাঁরা ফ্রন্টলাইন যোদ্ধা, সেই ডাক্তারদের সারা বিশ্বেই অন্য রকম শ্রদ্ধার চোখে দেখা হচ্ছে, সেখানে ডাক্তারদের জন্য এমন ব্যবস্থা করার মানে কী!


কেজিএমইউয়ের মুখপাত্র ডঃ সুধীর সিং জানিয়েছেন, ডাক্তারদের জন্য আমরা হোটেলে, হোস্টেলে ভালো ঘরেই থাকার ব্যবস্থা করেছি। ভালো খাবারের ব্যবস্থাও তো রাখা হয়েছে। তবু নালিশ যখন এসেছে তখন কিছু একটা তো নিশ্চয়ই ঘটেছে। এই বিষয়টা অবশ্যই আমরা আলাদা গুরুত্ব সহযোগে তদন্ত করে দেখব এবং সমাধান করব।