চেন্নাই: করোনায় আক্রান্ত 'বাহুবলী'-খ্যাত দক্ষিণী পরিচালক এস এস রাজামৌলি। সংক্রমিত তাঁর পরিবারও। সোশ্যাল মিডিয়ায় নিজেই সংক্রমণের কথা জানিয়েছেন পরিচালক।


ট্যুইটারে রাজামৌলি জানান, বর্তমানে তিনি ও তাঁর পরিবার চিকিৎসকের পরামর্শমতো বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। তিনি লেখেন, আমার ও পরিবারের সদস্যদের কয়েকদিন আগে হাল্কা জ্বর হয়েছিল। পরে তা কমে গেলেও, নিশ্চিত হতে আমরা কোভিড-১৯ পরীক্ষা করিয়েছিলাম। পরীক্ষায় জানা যায়, আমাদের মৃদু কোভিড-১৯ সংক্রমণ রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, আমরা হোম কোয়ারেন্টিনে রয়েছি। রাজামৌলি যোগ করেন, বর্তমানে তাঁর বা পরিবারের সদস্যদের কারোরই কোনওপ্রকার করোনা উপসর্গ নেই। কিন্তু, চিকিৎসকের যাবতীয় নির্দেশ ও সুরক্ষা অবলম্বন করছেন তাঁরা। তিনি জানান, সকলেই সুস্থ হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছেন, যাতে পরবর্তীকালে তিনি প্লাজমা দান করতে পারেন।





'বাহুবলী' ছবির মাধ্যমে সাফল্যের শিখরে ওঠেন রাজামৌলি। তামিল ও হিন্দি ভাষায় তৈরি ওই দুভাগের ওই ছবির সিরিজ শুধু ভারত নয়, গোটা বিশ্বে প্রবল জনপ্রিয়তা লাভ করে। বক্স অফিসের অনেক রেকর্ড ভেঙে দেয় তাঁর পরিচালিত ও প্রভাস, রামাইয়া কৃষ্ণন, রানা দগ্গুবতী, অনুষ্কা শেট্টি, তামান্না ভাটিয়া, সত্যরাজ ও নাসের অভিনীত 'বাহুবলী'। এর পাশাপাশি, বহু হিট তেলুগু ছবিও পরিচালনা করেছেন রাজামৌলি।