উজ্জ্বল মুখোপাধ্যায়, রায়গঞ্জ : লোকসভা ভোটের  ফল বেরনোর ৩৬ দিনের মাথায় রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ভোটগ্রহণ হচ্ছে কলকাতার মানিকতলা, উত্তর ২৪ পরগনার বাগদা, নদিয়ার রানাঘাট দক্ষিণ এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে। উপনির্বাচন হলে কী হবে, অশান্তি, হুমকি, শাসকদলের নেতাদের দাদাগিরি, সবরকমের অভিযোগই আসছে। এরই মধ্যে কাঞ্চনপল্লি জিএসপি স্কুলের ১৪৭ নম্বর বুথে দেখা গেল এক অভিনব ঘটনা। 


নিজের ভোট নিজে দেওয়া ও কাকে ভোটদানে গোপনীয়তা নাগরিক অধিকার। কিন্তু তা আর হল কই ? বিধানসভার উপনির্বচনে 'শাসক দলের প্রতি আনুগত্য প্রমাণ করতে' ভোট দেওয়ার সময় ভিডিও করলেন এক মহিলা। তারপর? গোপন ভোটটি রইল না গোপনে! নিয়ম বহির্ভূত ভবে তিনি নিজের ভোট নিজেই ভিডিও করলেন। তারপর সেই ভিডিও নিয়ে সটান চলে গেলেন তৃণমূল নেতার কাছে। এমনিতে ফোন নিয়ে বুথে ঢোকাতেই নিষেধাজ্ঞা থাকার কথা। আর এখানে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ভোট দেওয়ার ভিডিও-ও করে ফেললেন তিনি। এখানেই শেষ নয়, নিয়ম ভাঙার আরও বড় নজির গড়লেন তিনি। 


ভোট দেওয়ার ভিডিওটি শাসক নেতাকেও দেখালেন তিনি। বোঝালেন, তৃণমূলকেই ভোট দিয়েছেন তিনি। শাসক শিবিরে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে বেনজির কাণ্ড ঘটালেন তিনি। রায়গঞ্জের ১৬ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় তাজ্জব সকলে। 


কেমন এমন ঘটালেন ওই মহিলা ? স্থানীয় সূত্রে খবর, ওই মহিলা ভোটার এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত ছিলেন। সম্প্রতি তৃণমূলের সঙ্গে ওঠবোস শুরু করেন তিনি। কিন্তু তাতেও নাকি বিশ্বাসযোগ্যতা হাসিল করতে পারছিলেন না দলের অন্দরে । নিজেকে তৃণমূলের সৈনিক প্রমাণ করতে শেষ পর্যন্ত নিজের ভোট নিজেই প্রকাশ্যে আনলেন এই ভোটার । ভিডিও করে দেখালেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সহ সভাপতি অরিন্দম সরকারকে। তারপরে কি তিনি তৃণমূলের বিশ্বাস অর্জন করতে পারবেন ? সেটা তো ঘাসফল শিবিরই বলতে পারবে। তবে এই ঘটনা নিয়মের বিরুদ্ধে তা বলার অপেক্ষা রাখে না।            


রায়গঞ্জ বিধানসভা আসনে লড়াই ত্রিমুখী। একদিকে তৃণমূলের কৃষ্ণ কল্যাণী। আরেকদিকে বিজেপির মানসকুমার ঘোষ। কংগ্রেসের হয়ে লড়াইয়ে মোহিত সেনগুপ্ত। লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফলের নিরিখে রায়গঞ্জ আসনে এগিয়ে বিজেপি।  



আরও পড়ুন  : 


বুক ছ্যাঁৎ করে উঠবে টমেটোর দামে, মুরগির দাম আকাশ ছুঁল, কীভাবে ম্যানেজ করবেন বাজেট?