লুধিয়ানা: লুধিয়ানার আইআইএফএ স্বর্ণ ঋণ অফিস থেকে ৩০ কেজি সোনা ও নগদ ৩ লাখ টাকা লুঠ করে পালাল ৫ দুষ্কৃতী। গতকাল প্রকাশ্য দিনের আলোয় এই ঘটনা ঘটেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

এর আগে ২৯ তারিখ লুধিয়ানারই ঘুমর মান্ডি এলাকার এক সোনার দোকান থেকে ২ কেজি সোনা লুঠ করে ৪ সশস্ত্র দুষ্কৃতী। গ্রেফতার তো দূরের কথা, পুলিশ এখনও অপরাধীদের সনাক্ত করেই উঠতে পারেনি। তারপর আবার গতকাল গিল রোডের এই লুঠপাটে কার্যত ঘুম উড়ে গিয়েছে তাদের।

পুলিশ জানিয়েছে, ৪ অপরাধীর মধ্যে ১ জনের হাতে পিস্তল ছিল, বাকিদের ছিল ছুরি। বেলা দশটা নাগাদ তারা ওই আইআইএফএল স্বর্ণ ঋণ অফিসে আসে, ম্যানেজার হরপ্রীত সিংহের কাছে লকারের চাবি চায়। তারপর কয়েক কোটি টাকা মূল্যের অন্তত ৩০ কেজি সোনার গয়না আর ৩ লাখ টাকা নিয়ে অনায়াসে চম্পট দেয়। তাদের সঙ্গে আরও একজন ছিল, বাইরে গাড়িতে অপেক্ষা করছিল সে। যাওয়ার আগে বাইরে থেকে অফিসে তালা দিয়ে যায় তারা, সঙ্গে নিয়ে যায় অফিসের ভেতরে সিসিটিভির ডিজিটাল ভিডিও রেকর্ডার।

বাইরের সিসিটিভিতে ধরা পড়েছে সোনা বোঝাই ব্যাগ ঝুলিয়ে ৪ জন বেরিয়ে আসছে ওই অফিস থেকে, বাইরে গাড়িতে অপেক্ষা করছে আরও একজন।

পুলিশ বলেছে, ওই অফিসে সোনার ঋণ সংক্রান্ত কারবার হলেও প্রবেশদ্বারে কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না। ভেতরে কোনও খদ্দের ছিলেন না, শুধু ছিলেন ম্যানেজার সহ ৬ কর্মী। মাত্র ২০ মিনিটের মধ্যে কাজ সেরে দুষ্কৃতীরা চম্পট দেয়। তাদের মুখ ঢাকা ছিল, ফলে সিসিটিভিতে পরিষ্কার ধরা পড়েনি।