নয়াদিল্লি: গরু পাচারকারী সন্দেহে গোরক্ষকদের বিরুদ্ধে ২ বছর আগে যে পহেলু খানকে পিটিয়ে মারার অভিযোগে শোরগোল পড়ে গিয়েছিল, এবার তাঁর বিরুদ্ধেই রাজস্থান পুলিশ চার্জশিট দিল। রাজস্থানে ক্ষমতায় আছে কংগ্রেস। চার্জশিটে মরণোত্তর অভিযুক্ত বলে গণ্য করা হয়েছে পহেলুকে। তাঁকে, তাঁর ছেলেদের ১৯৯৫ সালের রাজস্থান গবাদি পশু হত্যা ও সাময়িক পাচার বা রপ্তানি) আইনের ৫, ৮ ও ৯ ধারায় অভিযুক্ত করা হয়েছে। আলোয়ারের বেহরোর থানায় ২৫৩/১৭ নম্বর এফআইআরে দায়ের হওয়া চার্জশিটে বলা হয়েছে, এ ঘটনায় তদন্ত সম্পূর্ণ হওয়ার পর অভিযুক্ত ইরশাদ, আরিফ ও পহেলুর বিরুদ্ধে আরবিএ আইনের ৫, ৮ ও ৯ ধারায় ও আরেক অভিযুক্ত খান মহম্মদের বিরুদ্ধে আরবিএ আইনের ৬ ধারায় অভিযোগ প্রমাণিত হয়েছে। গোরক্ষক বলে অভিযুক্তদের গণপিটুনিতে নিহত পেহলুর বিরুদ্ধেই চার্জশিট পেশ হওয়া নিয়ে রাজস্থানের অশোক গেহলতকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই বলেছে, এই মামলার তদন্ত হয় বিজেপি জমানায়, চার্জশিট পেশ হয়। তাতে কোনও অসঙ্গতি, গরমিল ধরা পড়লে মামলার নতুন করে তদন্ত হবে। যদিও পেহলুর বিরুদ্ধে চার্জশিটটি তৈরি হয় গত ৩০ ডিসেম্বর, রাজস্থানে অশোক গেহলতের সরকারের ক্ষমতায় আসার ১৩দিন বাদে। গেহলতের দাবি, পহেলুর নাম চার্জশিটে রয়েছে বলে সংবাদ মাধ্যমে বেরনো রিপোর্ট ঠিক নয়। রাজস্থান পুলিশের ২০১৮-র ডিসেম্বর পেশ করা চার্জশিটে প্রয়াত পেহলু খানের নাম নেই।

তবে শোনা যাচ্ছে, চার্জশিটের সামারিতে নাম আছে পেহলুর।

গত বছর রাজস্থানের আগের বিজেপি সরকার পহেলুর দুই সহযোগী আজমত, রফিকের বিরুদ্ধেও একই ধরনের চার্জশিট জমা দিয়েছিল। পহেলুরা যে ট্রাকে গরু পাচারের জন্য নিয়ে যাচ্ছিলেন বলে গোরক্ষকদের দাবি, তার চালক অর্জুনকেও নিশানা করেছিল তারা। ট্রাকমালিক জগদীশকেও ওই আইনের ৬ ধারায় অভিযুক্ত করা হয়।

এদিকে পেহলুর বিরুদ্ধে চার্জশিট জমা পড়ায় হায়দরাবাদের এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়েইসি কটাক্ষ করেন, কংগ্রেস বিজেপিরই ওপিঠ! এটা কংগ্রেসের দুমুখো চেহারা। আগে পেহলু খান আক্রান্ত হলে কংগ্রেস নিন্দা করল। অশোক গেহলত সরকারের নিন্দাজনক আচরণ এটা। রাজস্থানের মুসলিমদের বলব, কংগ্রেসকে সমর্থন করবেন না, আপনাদের সঙ্গে সবসময় বেইমানি করে। ক্ষমতায় এলেই ওরা বিজেপির মতোই হয়ে যায়। বিরোধী আসনে থাকলে আপনাদের জন্য কুম্ভীরাশ্রু বর্ষণ করে, সরকারে এলে বিজেপির কাজই সম্পূর্ণ করে।