Money Credited: ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে টাকা। অথচ কে বা কারা পাঠাচ্ছে তার কোনও হদিশ নেই। সম্প্রতি ওড়িশার একটি ব্যাঙ্কে এমনই কাণ্ড ঘটেছে। অ্যাকাউন্টে টাকা ঢোকার খবর পেয়েই দলে দলে ব্যাঙ্কে ছুটেছেন গ্রাহকরা। ওড়িশার কলিঙ্গ গ্রাম্য ব্যাঙ্কে এই ঘটনা ঘটেছে। ওড়িশার কেন্দ্রপাড়া জেলার বারিপদায় রয়েছে এই ব্যাঙ্কে। সেখানকার গ্রাহকদের অ্যাকান্টে অজানা, অচেনা উৎস থেকে টাকা ঢুকেছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হঠাৎ করে টাকা উধাও হয়ে যাওয়ার খবর হামেশাই শোনা যায়। আর্থিক প্রতারণার শিকার হন গ্রাহকরা। কিন্তু তাই বলে এভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ছে টাকা! ১০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত জমা পড়েছে বলে খবর। আজকাল ব্যাঙ্কের সঙ্গে ফোন নম্বর সংযুক্ত করা থাকে। তার ফলে অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হলে বা জমা দিলে, সব আপডেটের নোটিফিকেশনই ফোনে আসে। এক্ষেত্রেও তাই হয়েছে। আর এই বার্তা পেয়েই ব্যাঙ্কে ছুটেছেন গ্রাহকরা।
শুধু ওই ব্যাঙ্কের গ্রাহকরা নন, এই গোটা ঘটনায় হতবাক ব্যাঙ্কের ম্যানেজার এবং অন্যান্য কর্মীরাও। চলতি সপ্তাহের বৃহস্পতিবার ঘটেছে এই কাণ্ড। ব্যাঙ্কের ম্যানেজার প্রতাপ প্রধান জানিয়েছেন, ওই দিন সকাল থেকে তাদের ব্যাঙ্কের বেশ কিছু গ্রাহক তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢোকার বার্তা পেয়েছেন। অথচ কে বা কারা এই টাকা পাঠাচ্ছে তা জানা যায়নি। স্বভাবতই ব্যাঙ্কে ছুটেছেন গ্রাহকরা। দ্বারস্থ হয়েছেন ব্যাঙ্কের আধিকারিকদের। ঘটনার দিন সকালে দু'হাজার থেকে ৩০ হাজার পর্যন্ত টাকা ঢোকার খবর পাওয়া গিয়েছিল। পরে শোনা গিয়েছে, ৭০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত নাকি টাকা ঢুকেছে কোনও কোনও গ্রাহকের অ্যাকাউন্টে।
কোথা থেকে এল এত টাকা? এই প্রসঙ্গে কিছু জানে না ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কিছু ক্ষেত্রে অবশ্য দেখা গিয়েছে যে প্রধানমন্ত্রী ফসল বিমার টাকা ঢুকেছে গ্রাহকদের অ্যাকাউন্টে। কিন্তু বাকিদের অ্যাকাউন্টে কীভাবে এই বিপুল পরিমাণ ঢুকেছে তার হদিশ পাওয়া যায়নি। কোথা থেকে এই টাকা এল তার খোঁজ চালাচ্ছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। অনেকেই বলছেন, এ যেন ঠিক সিনেমার মতো। সম্প্রতি শাহরুখ খানের 'জওয়ান' ছবির সঙ্গেও এই ঘটনার কিছুটা মিল পাওয়া গিয়েছে। এই ঘটনা প্রসঙ্গে অনেকে বলছেন, এ যেন কোনও রবিনহুড বা মসিহা, গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছেন।
আরও পড়ুন- মধ্যরাতেও 'জওয়ান'-এর শো! দ্বিতীয় দিনেও দুর্দান্ত ব্যবসা শাহরুখের ছবির
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন