কলকাতা: পড়ন্ত রোদে সমুদ্রের ধার দিয়ে হাঁটছেন নায়িকা। আলগোছে সরিয়ে নিচ্ছেন এলো চুল। সোশ্যাল মিডিয়ায় পুরনো ভ্রমণের টুকরো ভিডিও শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। ক্যাপশানে লিখলেন, 'এই ভিডিওটা দেখে আমার মনে পড়ল, অনেকদিন সমুদ্র দেখিনি।'
কালো ফ্লোরাল পোশাক পরে এলো চুলে বালির চরে দাঁড়িয়ে মধুমিতা। হাওয়ায় উড়তে তাঁর চুল। সূর্যাস্তের নরম আলোয় তরতাজা দেখাচ্ছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবির প্রশংসা করেছেন অনুরাগীরা।
সদ্য নতুন ছবির শ্যুটিং শেষ করেছেন মধুমিতা। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন মধুমিতা সরকার (Madhumita Sarcar)। তার তাঁর বিপরীতে এই ছবিতে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্য়ায়কে (Vikram Chatterjee)। এই ছবির হাত ধরেই দীর্ঘদিন পর রুপোলি পর্দায় ফিরছেন ইন্দ্রাণী হালদার (Indrani Haldar)। ছবিতে বিক্রমের মা আর মধুমিতার শাশুড়ির ভূমিকায় অভিনয় করছেন ইন্দ্রাণী। তার বিপরীতে দেখা যাবে নীল মুখোপাধ্যায়কে (Neel Mukherjee)।
আরও পড়ুন: Kajol Updates: কেন ইনস্টাগ্রামে নেই রানি মুখোপাধ্যায়? প্রশ্ন শুনে এ কী উত্তর কাজলের!
ছবিতে মধুমিতার চরিত্র একজন হাসিখুশি অল্পবয়সী মেয়ের, নাম মিঠি (Mithi)। পর্দার প্রীতম (Preetam) ওরফে বিক্রমের সঙ্গে বিয়ের পর পদবি পরিবর্তন করতে রাজি হয় না মধুমিতা। বিয়ের আগের পদবিই ব্যবহার করতে চায় সে। তার সিদ্ধান্তে তাকে সমর্থন করে স্বামী প্রীতম। কিন্তু বেঁকে বসেন প্রীতমের মা-বাবা।
ইন্দ্রাণী হালদারের চরিত্র একজন সাধারণ মধ্যবিত্ত গৃহবধূর গল্প বলে। পরিবারের সবাইকে, এমনকি মিঠিকে যথেষ্ট স্নেহ করলেও তাঁর পদবি পরিবর্তন না করার সিদ্ধান্ত মেনে নিতে পারেন না তিনি। অন্যদিকে একই মত মিঠির শ্বশুরেরও। তাঁর চরিত্রের নাম প্রণোতোষ। এই প্রণোতোষই বাড়ির কর্তা। মিঠির সিদ্ধান্তে বেশ বিরক্ত তিনিও। বড়দের আপত্তির পরেও কী মিঠি নিজের পদবি ব্যবহার করতে পারবে? উত্তর দেবে 'কুলের আচার'।
৫ বছর পরে সিনেমায় ফেরা নিয়ে উচ্ছসিত ইন্দ্রাণী হালদারও।