Madhya Pradesh News: বসের পোষা কুকুর হারিয়ে গিয়েছে। আর সেই কারণে চরম হেনস্থার সম্মুখীন হতে হয়েছে অধস্তন কর্মীকে। আর এখানে বস বা ঊর্ধ্বতন হলেন এক পুলিশকর্তা। আর যাঁর উপর অত্যাচার হয়েছে, তিনি একজন কনস্টেবল। পেশায় দু'জনেই পুলিশকর্মী। কিন্তু পদমর্যাদার ফারাকে একজন অত্যাচারী, আর অন্যজন সেই অত্যাচার সহ্য করেছেন এক্ষেত্রে। মধ্যপ্রদেশের Khargone জেলায় এই কাণ্ড ঘটেছে। মধ্যপ্রদেশ পুলিশের এক আধিকারিকের পোষ্য সারমেয় তাঁরই বাসভবন থেকে নিখোঁজ হয়েছে। আর তার জেরে অধস্তন এক কনস্টেবলকে জঘন্য ভাবে অত্যাচার করেছেন ওই পুলিশকর্তা।
সূত্রের খবর, গত ২৩ অগস্ট এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, রিজার্ভ ইনস্পেকটর (RI) সৌরভ সিং কুশওয়ার সরকারি বাসভবনে তলব করা হয় কনস্টেবল রাহুল চৌহানকে। এই ব্যক্তি RI সৌরভ সিং কুশওয়ার সরকারি বাসভবনে ডিউটি করেন। রাত দেড়টা নাগাদ তাঁকে ডেকে পাঠানো হয়। সৌরভ অভিযোগ করেন, রাহলের অবহেলার কারণেই তাঁর পোষা কুকুর হারিয়ে গিয়েছে। এরপরই শুরু হয় বেধড়ক মার। অভিযোগ, বেল্ট দিয়ে মারা হয় ওই কনস্টেবলকে। এমনকি পায়ের চটি খুলেও রাহুল চৌহান নামের ওই কনস্টেবলকে RI সৌরভ সিং কুশওয়া মারধর করেছেন বলে অভিযোগ।
গুরুতর অভিযোগ করেছেন কনস্টেবল রাহুল চৌহান। তাঁর অভিযোগ RI সৌরভ সিং কুশওয়া এবং তাঁর স্ত্রী সবসময়েই তাঁকে 'জাত' তুলে গালিগালাজ করেন। শারীরিক ভাবেও চলে অত্যাচার। হাতে, পিঠে এবং পায়ে চোটও পেয়েছেন ওই কনস্টেবল। প্রসঙ্গত উল্লেখ্য, সোশ্যাল মিডিয়া রাহুল চৌহান নামের ওই কনস্টেবলের উপর হওয়া নির্যাতনের একটি ভিডিও ভাইরালও হয়েছে। সেখানেই এসব চোট-আঘাতের চিহ্ন দেখা গিয়েছে রাহুলের শরীরে। এবার থানায় নিজের ঊর্ধ্বতনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন কনস্টেবল রাহুল চৌহান। রাহুলের স্ত্রী জয়শ্রীও অভিযোগ তুলেছেন সৌরভ সিং কুশওয়া এবং তাঁর স্ত্রী'র বিরুদ্ধে। ন্যায় বিচার না পেলে আত্মহত্যা করার হুঁশিয়ারিও দিয়েছেন জয়শ্রী।
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন RI সৌরভ সিং কুশওয়া। তাঁর দাবি, বাড়ি ফিরে তিনি দেখেছিলেন সর্বত্র লন্ডভন্ড হয়ে রয়েছে। সিগারেটের টুকরো, মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। RI সৌরভ সিং কুশওয়া আরও অভিযোগ করেছেন যে, মদ্যপ অবস্থায় কনস্টেবল রাহুল চৌহান তাঁর পোষা কুকুরের উপর অত্যাচার চালিয়ে তাকে বাইরে ছেড়ে দিয়েছিল। গোটা ঘটনার গুরুত্ব নজরে রেখে আপাতত RI সৌরভ সিং কুশওয়াকে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।